প্রতীকী ছবি
দেবব্রত মণ্ডল, বারুইপুর: বাড়ির মধ্যে বোমা বাঁধার কাজ চলছিল বলে অভিযোগ। আর সেই কাজ করতে গিয়েই হঠাৎ বিস্ফোরণ। এতেই আহত হন এক মহিলা! জখম মহিলার নাম মনসুরা শেখ। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বকুলতলা থানার হারানহাটি এলাকায়। রক্তাক্ত অবস্থায় প্রথমে ওই মহিলাকে নিমপীঠ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে কলকাতার এম আর বাঙ্গুর হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তিনি।
স্থানীয়রা জানিয়েছেন, এদিন এলাকার একটি বাড়ি থেকে হঠাৎ বিস্ফোরণ হয়। তারপর এলাকার মানুষজন ছুটে যান ওই বাড়িটির কাছে। সেখানে গিয়ে দেখা যায় রক্তাক্ত অবস্থায় পড়ে আছে মনসুরা শেখ। তবে বাড়িতে ছিলেন না তাঁর স্বামী কামাল শেখ। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ পৌঁছে মহিলাকে উদ্ধার করে চিকিৎসার জন্য স্বাস্থ্য কেন্দ্রে পাঠানোর ব্যবস্থা করে।
এদিকে যে ঘরটিতে বিস্ফোরণ হয় সেই ঘরটি ঘিরে রাখে পুলিশ। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, বাড়ির মধ্যে বোমা বাঁধার কাজ চলছিল। সূত্রের খবর, ওই ঘরটি থেকে বোমা তৈরীর বেশকিছু সামগ্রী উদ্ধার করা হয়েছে। তবে কোনও বোমা পাওয়া যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশের আরও অনুমান, বোমা বাঁধেতে গেলে ফেটে যায়। এতে কামালের স্ত্রী আহত হন। এই ঘটনার পরই পালিয়ে যান কামাল। পুলিশের তরফে জানানো হয়েছে ঘটনার তদন্ত শুরু হয়েছে। বিস্ফোরণের কারণ খোঁজার চেষ্টা করা হচ্ছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.