Advertisement
Advertisement
Vande Bharat Sleeper trains

উত্তরপাড়ায় বন্দে ভারত স্লিপার কোচ তৈরির কারখানা, দ্রুতই ছুটবে অত্যাধুনিক কোচের ট্রেন!

অত্যাধুনিক এই স্লিপার ট্রেনে সব আধুনিক ব্যবস্থা থাকবে।

Factory to manufacture Vande Bharat Sleeper trains in Uttarpara
Published by: Subhankar Patra
  • Posted:May 2, 2025 5:48 pm
  • Updated:May 2, 2025 5:48 pm   

সুমন করাতি, হুগলি: বন্দে ভারত স্লিপার ট্রেন আনতে চলেছে রেল। ঘোষণা আগেই হয়েছিল। এবার বাংলায় শুরু হবে সেই ট্রেন তৈরির কাজ। ভারতীয় রেলের তরফে ৮০টি ট্রেন তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে টিটাগড় রেল সিস্টেম লিমিটেড ও ভারত হেভি ইলেকট্রিক্যালস লিমিটেডকে। সেই কাজের বরাদ্দ পাওয়ার পর হুগলির উত্তরপাড়ায় নতুন প্রোডাকশন লাইন তৈরি করা হয়েছে। এটিই দেশের মধ্যে একমাত্র কারখানা যেখানে এক ছাদের তলায় অ্যালুমিনিয়াম ও স্টেনলেস স্টিলের কোচ তৈরি হয়।

Advertisement

এখন পর্যন্ত শুধুমাত্র এসি চেয়ারকার কোচযুক্ত বন্দে ভারত ট্রেন পরিষেবা চালু রয়েছে। তবে এবার অত্যাধুনিক স্লিপার কোচযুক্ত ট্রেন পরিষেবা চালু করতে চলেছে ভারতীয় রেল। নতুন স্লিপার ট্রেনটি সর্বোচ্চ ১৬০ কিমি প্রতি ঘণ্টার গতিতে চলবে। গন্তব্যে পৌঁছনোর জন্য ট্রেনটি ১৪৪৯ কিলোমিটার গতিপথ অতিক্রম করবে মাত্র ১৫ ঘণ্টায়। রেল সূত্রে জানা গিয়েছে, অত্যাধুনিক এই স্লিপার ট্রেনে সব আধুনিক ব্যবস্থা থাকবে। নজর দেওয়া হয়েছে সুরক্ষা থেকে স্বাচ্ছন্দ্যের দিকেও।

সেই মোতাবেক টেন্ডার প্রক্রিয়া শেষ হওয়ার পর টিটাগড় রেল সিস্টেম লিমিটেড ও ভারত হেভি ইলেকট্রিক্যালস লিমিটেড দুই সংস্থাকে যৌথভাবে ৮০টি বন্দে ভারত স্লিপার ট্রেন তৈরি ও ডিজাইন করার দায়িত্ব দেওয়া হয়েছে। উত্তরপাড়ায় ইতিমধ্যেই তৈরি হয়েছে বন্দে ভারত স্লিপার ট্রেন তৈরির কাজ। আগামী বছর অর্থাৎ ২০২৬-এ প্রথম ট্রেন সম্পূর্ণ তৈরি হওয়ার কথা। টিটাগড় রেল সিস্টেমের ভাইস চেয়ারম্যান উমেশ চৌধুরি বলেন, “আত্মনির্ভর ভারতের এক প্রকৃষ্ট উদাহরণ হতে চলেছে এই বন্দে ভারত স্লিপার ট্রেন।”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ