Advertisement
Advertisement
Bagda

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে লক্ষাধিক টাকা তোলার অভিযোগ, বাগদায় গ্রেপ্তার ভুয়ো দাবাড়ু

ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলে পুলিশ জানিয়েছে।

Fake chess player arrested in Bagda for allegedly withdrawing lakhs of rupees in Abhishek's name

আদালতে নিয়ে যাওয়া হচ্ছে ধৃত ব্যক্তিকে। নিজস্ব চিত্র

Published by: Suhrid Das
  • Posted:April 26, 2025 4:42 pm
  • Updated:April 26, 2025 4:42 pm  

জ্যোতি চক্রবর্তী, বনগাঁ: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে টাকা তোলার অভিযোগ। গ্রেপ্তার হল এক ব্যক্তি। শুধু তাই নয়, ওই ব্যক্তি জাতীয় স্তরের দাবাড়ু বলে নিজেকে ওই এলাকায় পরিচিত করেছিলেন বলে অভিযোগ। ধৃত ওই ব্যক্তির নাম প্রকাশ রায়। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বাগদায়।

জানা গিয়েছে, ওই যুবকের বাড়ি হাবড়া থানার আক্রমপুর এলাকায়। বেশ কয়েক মাস আগে বাগদা এলাকায় ওই ব্যক্তি গিয়ে নিজেকে জাতীয় স্তরের দাবাড়ু বলে পরিচয় দিয়েছিল। শুধু তাই নয়, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁকে সেখানে পাঠিয়েছেন। সেই কথাও বলা হয়। আর্থিক সাহায্যের আবেদনও করা হয়। ওই এলাকার বিডিও-সহ অন্যান্য তৃণমূল নেতার কাছে এই বিষয়ে বলে টাকা চাওয়া হয়েছিল। তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরিচিত, সেজন্য প্রথম দিকে কেউই কোনও সন্দেহ করেননি। বিডিও-সহ অন্যান্যরা আর্থিক সাহায্যও করেছিলেন বলে খবর।

গত কয়েক মাসে প্রায় পাঁচ থেকে লক্ষ টাকা তোলা হয়েছে বলে অভিযোগ। কিন্তু দীর্ঘদিন ধরে সেই টাকা তোলার ঘটনায় সন্দেহ দেখা দেয় তৃণমূল নেতাদের নামে। খোঁজখবর নিতে দেখা যায় বনগাঁ-বাগদার একাধিক পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি-সহ ব্লক প্রশাসনের কর্তাদের থেকেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে টাকা তোলা হয় বলে অভিযোগ। এরপরই শনিবার প্রকাশ রায়ের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ করেন বাগদার ব্লক আধিকারিক রসুন প্রামাণিক। বাগদা পঞ্চায়েত প্রধান সঞ্জিত সর্দার বলেন, প্রকাশ রায় বাগদাতে এসে নিজেকে দাবা খেলোয়াড় হিসেবে পরিচয় দেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁকে পাঠিয়েছে বলে আর্থিক সাহায্য চায়।

অভিযোগ পেয়ে পুলিশ ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। এদিনই তাকে বনগাঁ মহকুমা আদালতে তোলা হয়। নিজেদের হেফাজতে নিয়ে ধৃতকে জেরা করা হবে। সেই কথা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। গোটা ঘটনা জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement