Advertisement
Advertisement

নয়া ২০০০ টাকার নোটের ৫ লক্ষ টাকার জালনোট উদ্ধার

দার্জিলিংয়ে মিলল বাতিল ৫০০, ১০০০ টাকার নোট!

Fake currency seized in Murshidabad
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:March 26, 2017 12:03 pm
  • Updated:December 27, 2019 4:21 pm  

ব্রতীন দাস ও আনন্দ সাহা: ২ হাজার টাকার ২৫০টি জালনোট উদ্ধার করল মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানার পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে দু্’জনকে। গোপন সূত্রে খবর পেয়ে শনিবার রাতে ধুলিয়ানের ফেরিঘাটে অভিযান চালায় পুলিশ। ধৃতদের একজনের বাড়ি বাংলাদেশে। অপরজন মালদহের বৈষ্ণবনগরের বাসিন্দা।

Advertisement

এদিন ফেরিঘাটে নৌকা ভিড়তেই হাতেনাতে ধরা হয় বাবু শেখ ও সেলিম শেখ নামে দুই যুবককে। উদ্ধার হয় ৫ লক্ষ টাকার জালনোট। পুলিশের অনুমান, ওই জালনোটগুলি বাংলাদেশেই তৈরি করা হয়েছে। তদন্তকারী পুলিশ আধিকারিকরা জানান, ভারতের জালনোট পাচারে বাংলাদেশি গ্রেপ্তারের ঘটনায় বোঝাই যাচ্ছে পদ্মাপাড়েও এদেশের নোট জাল করা হচ্ছে। এই ঘটনার পিছনে কে বা কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। সীমান্তবর্তী এলাকায় বাড়ানো হচ্ছে নজরদারিও।

murshi_web

অন্যদিকে দার্জিলিং মোড়ে নাকা তল্লাশির সময় বাতিল ৫০০ ও ১০০০ টাকার নোট-সহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার হওয়া বাতিল নোটের মূল্য ৯,৪৭,০০০ টাকা। ধৃতদের জেরা করে বড় কোনও নোট পাচারচক্রের খোঁজ মিলতে পারে বলে মনে করছে কেন্দ্রীয় গোয়েন্দা রাজস্ব দফতর।

[মেয়ের সঙ্গে নাচে মত্ত সুস্মিতা সেন, ভিডিওয় মজল নেটদুনিয়া]

[আমেরিকার নাইটক্লাবে ফের বন্দুকবাজের হামলা, নিহত এক]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement