Advertisement
Advertisement
Dankuni

ঋণ পাইয়ে দেওয়ার নামে লোক ঠকানোর ব্যবসা! ডানকুনিতে গ্রেপ্তার ভুয়ো এজেন্ট

বেলুড়ের একাধিক মহিলাকে 'গ্রুপ লোন' করিয়ে দেওয়ার নামে হাজার-হাজার টাকা আত্মসাৎ!

Fake loan agent arrested in Dankuni

প্রতীকী ছবি

Published by: Paramita Paul
  • Posted:June 22, 2025 5:15 pm
  • Updated:June 22, 2025 5:15 pm   

সুমন করাতি, হুগলি: ঋণ পাইয়ে দেওয়ার নামে লোক ঠকানোর ব্যবসা! টাকা হাতাতে এসে হুগলিতে গ্রেপ্তার যুবক। রবিবার এই ঘটনায় হুগলির ডানকুনি থানার চাকুন্দি এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

Advertisement

ছেলের উচ্চশিক্ষার জন্য বিপুল টাকার প্রয়োজন ছিল। তাই ঋণ নেওয়ার জন্য হন্যে হয়ে ঘুরছিলেন বেলুড়ের বাসিন্দা সুনীতা লস্কর। তিনি ডানকুনির চাকুন্দি এলাকায় একটি ছোট্ট হোটেল চালাতেন। সেই সময় তাঁর সঙ্গে পরিচয় হয় উত্তরপাড়ার ‘লোন সলিউশন পয়েন্ট’ নামে এক ঋণসংস্থার এজেন্টের। ঋণ করিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে সুনীতাদেবীর কাছ থেকে দফায়-দফায় টাকা নেয় ওই ভুয়ো ঋণদানকারী সংস্থা। একা সুনীতাদেবী নন, বেলুড়ের একাধিক মহিলাকে ‘গ্রুপ লোন’ করিয়ে দেওয়ার নামে হাজার-হাজার টাকা আত্মসাৎ করে বলে ওই সংস্থার মালিক অনিন্দ্য দে-র বিরুদ্ধে অভিযোগ।

রবিবার সুনীতা লস্করের কাছ আরও সাড়ে ৫ হাজার টাকা দাবি করে অনিন্দ্য। ডানকুনির চাকুন্দিতে তাঁর ছোট্ট হোটেলে টাকা দেওয়ার জন্য ডাকা হলে রোহিত গোস্বামী নামে এক যুবক আসেন। ঋণের ভুয়ো কাগজপত্র দেখার পরই যুবকের প্ৰতারণা ধরা পড়ে। এরপরই ডানকুনি থানায় পুরো বিষয়টি জানানো হলে পুলিশ ওই যুবক কে আটক করে। রোহিত গোস্বামী দফায় দফায় টাকা নেওয়ার কথা স্বীকার করে নেয়। আজ তাঁকে শ্রীরামপুর আদালতে পেশ করছে ডানকুনি থানার পুলিশ। আরেক অভিযুক্ত অনিন্দ্যর খোঁজেও তল্লাশি চালাচ্ছে পুলিশ।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ