Advertisement
Advertisement
Barrackpur

সেনাবাহিনী ও পুলিশে চাকরি দেওয়ার নামে ভুয়ো প্রশিক্ষণ সংস্থা! বারাকপুরে গ্রেপ্তার ২

প্রশিক্ষণের নামে মোটা টাকা হাতানোর অভিযোগও উঠেছে।

Fake training institute offering jobs in army and police! 2 arrested in Barrackpore

প্রতীকী ছবি

Published by: Suhrid Das
  • Posted:October 10, 2025 2:58 pm
  • Updated:October 10, 2025 2:58 pm   

অর্ণব দাস, বারাকপুর: সেনাবাহিনী ও পুলিশে চাকরি দেওয়ার নামে চালানো হচ্ছিল ভুয়ো সংস্থা! শুধু তাই নয়, ঘরভাড়া নিয়ে চাকরিপ্রার্থীদের রেখে প্রশিক্ষণও দেওয়ার অভিযোগও উঠেছে। গোপন সূত্রে হানা দিয়ে পুলিশ গ্রেপ্তার করল দুই ব্যক্তিকে। প্রশিক্ষণের নামে মোটা টাকা হাতানোর অভিযোগও উঠেছে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বারাকপুরে। ধৃত দু’জনের নাম গোপাল দাস ও নির্মল মাইতি।

Advertisement

বারাকপুরের মোহনপুর থানার বিড়লা গেটের কাছে ঘনবসতি এলাকায় ওই ট্রেনিং ইনস্টিটিউট খোলা হয়েছিল বলে খবর। সাত-দশদিনের জন্য সেখানে চাকরির প্রশিক্ষণ দেওয়া হত বলে অভিযোগ। সেই প্রশিক্ষণের পরে সেনাবাহিনী ও পুলিশে চাকরি মিলবে বলে প্রতিশ্রুতিও দেওয়া হত! গত কয়েক দিনে প্রায় ৩০০ তরুণ-তরুণী ওই প্রশিক্ষণ শিবিরে যোগ দিয়েছিলেন বলে খবর। প্রশিক্ষণের জন্য মাথাপিছু ১০ হাজার টাকা করে নেওয়া হয়েছিল বলেও খবর।

বৃহস্পতিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে ব্যারাকপুরের নগরপাল মুরলীধর শর্মার নির্দেশে ডিসি সেন্ট্রাল ইন্দ্রবদন ঝা বিশাল পুলিশবাহিনী হানা দেয় সেখানে। তদন্তে প্রায় হাজার খানেক প্রার্থীর খোঁজ মিলেছে বলে খবর। গোপাল দাস ও নির্মল মাইতি নামে দুই ব্যক্তি এই ভুয়ো সংস্থা চালাচ্ছিলেন বলে অভিযোগ। ধৃতদের গ্রেপ্তার করা হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে তাঁদের মোবাইল ফোনগুলিও। চাকরি দেওয়ার নামে কত টাকা এখনও অবধি তোলা হয়েছে, সেই বিষয়টি জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। প্রাথমিকভাবে জানা গিয়েছে, নির্মল মাইতি পেশায় অবসরপ্রাপ্ত জওয়ান। অবসরের পরই এই ভুয়ো সংস্থা তৈরি করা হয়েছিল! ধৃতদের সঙ্গে আর কারা যুক্ত? সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ