Advertisement
Advertisement
Bangladeshi

ভারতের বধূকে মা সাজিয়ে ভুয়ো নথি তৈরি! ৩ বছর ধরে হিঙ্গলগঞ্জে বাংলাদেশি যুবক, তারপর…

অভিযোগ ভিত্তিহীন বলেই দাবি অভিযুক্ত যুবক ও তাঁর স্ত্রীর।

Fake Voter of found in Hingalgunj
Published by: Tiyasha Sarkar
  • Posted:August 1, 2025 12:38 pm
  • Updated:August 1, 2025 12:40 pm  

গোবিন্দ রায়: ভারতের বাসিন্দা মহিলাকে ‘মা’ সাজিয়ে ভুয়ো পরিচয়পত্র তৈরি। ৩ বছর ধরে ভারতে বাস বাংলাদেশি যুবকের! কিন্তু শেষরক্ষা হল না। বিষয়টা জানাজানি হতেই শোরগোল পড়ে গিয়েছে হিঙ্গলগঞ্জে। যদিও অভিযোগ ভিত্তিহীন বলেই দাবি অভিযুক্ত যুবক ও তাঁর স্ত্রীর।

Advertisement

বেশ কিছুদিন ধরেই কেন্দ্রের তরফে দাবি করা হচ্ছে বহু বাংলাদেশি নাগরিক ভুয়ো পরিচয়পত্র তৈরি করে ভারতে আস্তানা তৈরি করেছে। আর পাঁচজন ভারতবাসীর মতোই যাবতীয় সুযোগ-সুবিধা পাচ্ছেন তাঁরা। সেই তালিকায় নতুন সংযোজন হিঙ্গলগঞ্জের প্রভাস মণ্ডল। স্থানীয়দের অভিযোগ, তিনবছর আগে বাংলাদেশ থেকে হিঙ্গলগঞ্জ থানার বাঁকড়া এলাকায় আসেন ওই যুবক। এরপর ধীরে ধীরে ভারতের যাবতীয় পরিচয়পত্র তৈরি করেন। সেখানে মায়ের জায়গায় নাম রয়েছে বানী মণ্ডল নামে এক মহিলার। স্থানীয়দের দাবি, ওই মহিলা আদৌ ওই যুবকের মা নন। তিনি এলাকারই বাসিন্দা। তাঁর নথি বেআইনিভাবে ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ।

এখানেই শেষ নয়। স্থানীয়দের দাবি, প্রভাস প্রায়ই বাংলাদেশ যান। চোরা চালানের ব্যবসা করেন তিনি। তবে তাঁর স্ত্রী থাকেন কলকাতায়। এবিষয়ে সাণ্ডেলেরবিল গ্রাম পঞ্চায়েতের প্রধানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “এরকম কোনও অভিযোগ আমরা এখনও পর্যন্ত পাইনি। এখনই শুনলাম। যদি বিষয়টা সত্য হয়ে থাকে, তাহলে অবশ্যই পদক্ষেপ করা হবে।”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement