Advertisement
Advertisement
Khardah

ক্যানসারে আক্রান্ত শিক্ষিকার মৃত্যুর খবর শুনেই পালাল দাদা-বউদি! রাস্তায় ৬ ঘণ্টা পড়ে দেহ

অমানবিক চিত্র খড়দহে।

Family did not accept 34 yrs old teachers dead body in Khardah

প্রতীকী ছবি।

Published by: Paramita Paul
  • Posted:June 12, 2025 10:22 am
  • Updated:June 12, 2025 10:35 am   

অর্ণব দাস, বারাকপুর: অমানবিক ছবি খড়দহে! ক্যানসার আক্রান্ত শিক্ষিকার মৃতদেহ নিতে অস্বীকার পরিবারের। মৃত্যুর খবর শোনা মাত্র বাড়িতে তালা দিয়ে পালাল পরিবার। ৬ ঘণ্টা বাড়ির সামনে রাস্তায় পড়ে রইল মৃতদেহ। বুধবার ঘটনাটি ঘটেছে খড়দহ এলাকায়।

Advertisement

খড়দহ পুরসভার ১২ নম্বর ওয়ার্ড পূর্বাচল এলাকায় দাদা-বউদির সঙ্গে নিজের বাড়িতে থাকতেন বছর ৩৪ এর সায়ন্তি দাস। তিনি খড়দহে এক ইংরেজি মাধ্যম স্কুলের লাইব্রেরিয়ান ছিলেন।।সম্পত্তি নিয়ে দাদা-বউদির সঙ্গে গণ্ডগোল লেগেই থাকত তাঁর। অশান্তির কারণে দাদা-বউদি সায়ন্তিকে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন বলে অভিযোগ।

 

 

এদিকে সায়ন্তি ক্যানসার রোগী। বাড়ি থেকে বের করে দেওয়ার পর বন্ধুদের কাছেই থাকতেন তিনি।। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল দুপুরে তাঁর মৃত্যু হয়। মৃত্যুর খবর সায়ন্তির দাদা-বউদিকে ফোন করে জানায় তার বন্ধুরা। সেই খবর জানার পরই বাড়িতে তালা লাগিয়ে পালিয়ে যায় পরিবারের সদস্যরা। টানা ৬ ঘন্টা বাড়ির বাইরে রাস্তার উপর পড়ে থাকে সায়ন্তি দাসের মৃতদেহ।

এই অমানবিক দৃশ্য দেখে সরব হয় এলাকাবাসী থেকে সায়ন্তির বন্ধুরা। অবশেষে রহড়া থানার হস্তক্ষেপে শেষপর্যন্ত বন্ধুরাই শেষকৃত্য সম্পন্ন তাঁর। এখনও খোঁজ মেলেনি তাঁর দাদা-বউদির।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ