Advertisement
Advertisement

Breaking News

Dhupguri

তরুণীকে উত্যক্ত করার প্রতিবাদে পরিবারের সদস্যদের এলোপাথাড়ি কোপ! চাঞ্চল্য ধূপগুড়িতে

তদন্তে নেমে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

family of victim protested harassment of a young woman in Dhupguri

বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলছেন পুলিশ আধিকারিকরা। নিজস্ব চিত্র

Published by: Suhrid Das
  • Posted:July 14, 2025 5:15 pm
  • Updated:July 14, 2025 5:17 pm  

শান্তনু কর, জলপাইগুড়ি: তরুণীকে উত্যক্ত করার প্রতিবাদ করেছিল তাঁর বাড়ির লোকজন। সেই কারণে তাঁর বাড়িতেই হামলার অভিযোগ। বাড়ির ভিতর ঢুকে এলোপাথাড়ি কোপ মারা হল বলে অভিযোগ। ঘটনায় জখম তরুণীর পরিবারের পাঁচজন। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির ধূপগুড়িতে। পুলিশ তদন্ত করতে ঘটনাস্থলে গেলে তাদেরও স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়তে হয় বলে অভিযোগ। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। পুলিশ অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে।

Advertisement

জানা গিয়েছে, ধূপগুড়ির পূর্ব মাগুরমারী এলাকায় বাড়ি বছর ২১-এর ওই তরুণীর। অভিযোগ, এলাকার যুবক বিকাশ রায় দীর্ঘদিন ধরে ওই তরুণীকে উত্যক্ত করছিল। সেই কারণে ওই তরুণীর পরিবার প্রতিবাদ জানিয়েছিল। অভিযোগ, রবিবার রাতে ওই তরুণীর বাড়িতে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালানো হয়। ওই তরুণীর পরিবারের পাঁচজনকে এলোপাথাড়ি কোপ মারা হয় বলে অভিযোগ। ঘটনা জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। ঘটনার পরেই এলাকা ছেড়ে পালায় অভিযুক্ত। রাতেই জখমদের উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জখমদের মধ্যে কয়েকজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের জলপাইগুড়ি জেলা হাসপাতালে রেফার করা হয়। সেখানেই তাঁরা ভর্তি রয়েছেন।

এদিকে ঘটনার পর থেকে এলাকায় প্রবল উত্তেজনা ছড়িয়ে পড়ে। ধূপগুড়ি থানার পুলিশ তদন্তের জন্য ঘটনাস্থলে যায়। পুলিশকে ঘিরেও বিক্ষোভ চলতে থাকে। খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে যায়। পরিস্থিতির গুরুত্ব বুঝে এলাকায় যায় জেলা পুলিশ সুপারও। স্থানীয়দের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। তদন্তে নেমে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। আর কারা জড়িত, তাদের খোঁজ চলছে। ঘটনার পর এলাকা থমথমে। পুলিশ পরিস্থিতির দিকে নজর রেখেছে।

 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement