Advertisement
Advertisement
Chinsurah

চুঁচুড়ায় চিনা মাঞ্জার দৌরাত্ম্য! ‘মারণসুতো’ পেঁচিয়ে রক্তাক্ত বাবা ও শিশু

এই সুতো বিক্রি নিষিদ্ধ।

Father and son injured by Chinese manja in Chinsurah

প্রতীকী ছবি

Published by: Subhankar Patra
  • Posted:July 8, 2025 2:47 pm
  • Updated:July 8, 2025 2:53 pm  

সুমন করাতি, হুগলি: ফের চাইনিজ মাঞ্জা সুতোয় বিপদ! গলায় সুতো পেঁচিয়ে আহত বাবা ও শিশু। ঘটনাটি ঘটেছে হুগলির চুঁচুড়ায়। রথতলা এলাকায় দুই বছরের শিশুকে নিয়ে দোকানে যাচ্ছিলেন পিকু গঙ্গোপাধ্যায়। সেই সময় ‘চায়না সুতো’ গলায় পেঁচিয়ে গুরুতর আহত হন দু’জন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। চিকিৎসার পর তাঁরা সুস্থ রয়েছেন। কিন্তু শহর ও শহরতলিতে ফের চিনা মাঞ্জার দৌরাত্ম্য নিয়ে প্রশ্ন উঠছে।

Advertisement

পিকুবাবু জানিয়েছেন, স্থানীয় একটি মাঠের পাশ দিয়ে গাড়ি নিয়ে যাওয়ার সময় চাইনিজ সুতো গলায় জড়িয়ে যায়। কিছু বুঝে ওঠার আগেই কষে যায় গলায়। শিশুকে নিয়ে রাস্তায় ছিটকে পড়েন। শিশুটি গুরুতর আহত হয়। যুবকের গলা থেকে রক্তক্ষরণ শুরু হয়।  ছুটে আসেন স্থানীয়রা। বাবা ও শিশুকে হাসপাতালে নিয়ে যান তাঁরা। পিকু বলেন, “বাচ্চাকে নিয়ে দোকানে যাচ্ছিলাম। তখনই বিপদ ঘটে। গলায় জড়িয়ে যায় সুতো। পরে লক্ষ্য করেছি মাঠে কিছু বাচ্চা ঘুড়ি ওড়ানোর জন্য এই মারণসুতো ব্যবহার করছে। সামনে একটি স্কুল রয়েছে। এটা খুবই চিন্তার বিষয়।” পিকুবাবুর স্ত্রী মৌপালী গঙ্গোপাধ্যায়ের কথায়, “স্বামী, সন্তানকে রক্তাক্ত অবস্থায় বাড়ি ফিরে আসতে দেখে আতঙ্কে স্তব্ধ হয়ে যাই। প্রশাসনের কাছে অনুরোধ এই ধরনের সুতো যেন আর কোনও শিশুর হাতে না ওঠে। অভিভাবকদেরও বলব বিষয়টি যেন খেয়াল রাখেন তাঁরা।”

চিনা মাঞ্জা অন্য সুতোর থেকে শক্ত। এই সুতো গলায় জড়িয়ে আগেও দুর্ঘটনা ঘটেছে। প্রশাসনের তরফে এই সুতো বিক্রি করা নিষিদ্ধ। তারপরও কী করে এই সুতো বিক্রি হচ্ছে? কোন পথে সুতো শিশুদের হাতে পৌঁছছে? তা নিয়ে উঠছে প্রশ্ন।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement