Advertisement
Advertisement
Sabang

মেয়েকে সৎ মামার সঙ্গে বিয়েতে ‘চাপ’, রাজি না হওয়ায় ‘অত্যাচার’, গ্রেপ্তার বাবা

সৎ মামার বিরুদ্ধে ধর্ষণের চেষ্টার অভিযোগ।

Father arrested for pressure to marry daughter to step-uncle in Sabang

প্রতীকী ছবি

Published by: Subhankar Patra
  • Posted:October 8, 2025 7:29 pm
  • Updated:October 8, 2025 7:29 pm   

অংশুপ্রতিম পাল, খড়গপুর: সৎ মামার সঙ্গে মেয়ের বিয়ের দেওয়ার চেষ্টা। রাজি না হওয়া তরুণীর উপর অত্যাচার বাবার। রাজি না হওয়ায় ধর্ষণের চেষ্টা ও শ্লীলতাহানির অভিযোগ সৎ মামার বিরুদ্ধে। ঘটনায় তরুণীর বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আটক করা হয়েছে তাঁর সৎমাকে। অভিযুক্ত সৎ মামার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। ঘটনাটি সবং থানার বলপাই গ্ৰাম পঞ্চায়েতের।

Advertisement

সবং থানার বলপাই গ্ৰামের ঝাপড়আড়া এলাকার বাসিন্দা দেবেন্দ্রনাথ ঘড়া (৪৫)। তাঁর দুই কন্যা সন্তান রয়েছে। বছর কুড়ির বড় মেয়ে কলেজ পড়ুয়া। ছোট মেয়ে স্কুলছাত্রী। বছর আট আগে দেবেন্দ্রনাথের প্রথম পক্ষের স্ত্রী প্রয়াত হন। এই দুটি মেয়ে প্রথম পক্ষেরই। পরবর্তীকালে তিনি সবং থানার মোহাড় গ্ৰাম পঞ্চায়েতের খিড়িসতলা এলাকার এক মহিলাকে বিয়ে করেন। অভিযোগ বিয়ের পর থেকেই সৎমা দুই মেয়ের সঙ্গে দুর্ব্যবহার ও মানসিক নির্যাতন করতে শুরু করেন। এমনকী দু’জনের উপর শারীরিক নির্যাতন ও অশ্লীল ভাষায় কথাবার্তা বলতেন বলে অভিযোগ। শুধু সৎমা নয়, তাঁদের বাবাও অশ্লীল আচরণ করতেন বলেও অভিযোগ।

এমন অবস্থায় ধৃত ব্যক্তি তাঁর বড় মেয়ের সঙ্গে দ্বিতীয় পক্ষের ৩৮ বছরের শ্যালকের বিয়ে দেওয়ার চেষ্টা শুরু করেন। আপত্তি করেন বড় মেয়ে। গত ১৬ সেপ্টেম্বর রাত সাড়ে নটা নাগাদ ধৃত ব্যক্তি তাঁর দ্বিতীয়পক্ষের শ্যালককে বাড়িতে ডাকেন। জামাইবাবু ও শ্যালক দু’জনে মদ্যপান করেন। তারপর বড় মেয়েকে বাবা প্রস্তাব দেন সৎ মামাকে বিয়ে করার জন্য। মেয়ে আপত্তি করলে সৎ মামা তাঁর শ্লীলতাহানি করে ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ। ওই ঘটনার পর দুই বোন নিজের মামাদের সব কিছু বলেন। পরে তাঁদের পরামর্শে মঙ্গলবার রাতে বাবা-সহ সৎমা ও সৎ মামার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন তরুণী।

ঘটনার তদন্তে নেমে অভিযুক্ত বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁকে বুধবার মেদিনীপুর জেলা আদালতে হাজির করা হয়। বিচারক ধৃতের জেলহেফাজতের নির্দেশ দিয়েছেন।ঘটনার ব্যাপক চাঞ্চল্য এলাকায়।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ