জ্যোতি চক্রবর্তী, বনগাঁ: শ্বশুরকে ‘বাবা’ সাজিয়ে ভোটার তালিকায় নাম তোলা হয়েছে? শুধু তাই নয়, পঞ্চায়েতে অস্থায়ী কর্মী হিসেবে ওই বাংলাদেশি অনুপ্রবেশকারী কাজ করছে বলে অভিযোগ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বনগাঁর সুন্দরপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। অভিযোগ নিয়ে শুধু হয়েছে রাজনৈতিক চাপানউতোড়।
বনগাঁ ব্লকের সুন্দরপুর গ্রাম পঞ্চায়েতের ২৫৯ নম্বর বুথের বাসিন্দা সাইদ হোসেন। তাঁর স্ত্রীর নাম শাবানা মণ্ডল। অভিযোগ, সাইল বাংলাদেশ থেকে সীমান্ত পেরিয়ে এদেশে অনুপ্রবেশ করেছিলেন বেশ কয়েক মাস আগে। বনগাঁর ওই এলাকার বাসিন্দা ওহিদুল মণ্ডলের কন্যা শাবানার সঙ্গে তাঁর বিয়ে হয়। অভিযোগ, শ্বশুরের পরিচয়পত্র নিয়েই এদেশে পরিচয়পত্র বানিয়েছেন ওই যুবক। পরিচয়পত্রকে বাবার নামের জায়গায় রয়েছে শ্বশুরের নাম! এদিকে মেয়ে শাবানার পরিচয়পত্রতেও একইভাবে বাবার নাম আছে ওহিদুল মণ্ডলের। শুধু তাই নয়, অভিযুক্ত যুবক স্থানীয় পঞ্চায়েত এলাকায় অস্থাইয়ী কর্মী হিসেবে কাজও করছেন! কীভাবে তিনি কাজ পেলেন? তাঁর পরিচয়পত্র কি খতিয়ে দেখা হয়নি? অভিযুক্ত যুবক কি সত্যিই বাংলাদেশি? সেসব প্রশ্ন উঠেছে।
ঘটনা নিয়ে সরব হয়েছে বিজেপি। ভোটার লিস্ট থেকে সাইদ হোসেনের নাম বাতিলের দাবি তুলে বনগাঁ ব্লক অফিসে লিখিত অভিযোগ জানিয়েছেন বিজেপির বাগদা চার মণ্ডলের সভাপতি সুমন অধিকারী। তিনি বলেন, ‘‘সাইদ বেআইনি অনুপ্রবেশকারী, বাংলাদেশের বাসিন্দা। তার বাংলাদেশের কোভিড টিকাকরণের কার্ড, ভোটার কার্ড সবই আছে। আমরা বিডিও অফিসে সেটা জমা দিয়েছি।’’ সুন্দরপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান কামরুল নাহার খা মণ্ডল বলেন, ‘‘আমাদের পক্ষে তো জানা সম্ভব নয় আসল সত্যিটা কী। প্রশাসন তদন্ত করে যা বলবে, সেই নির্দেশ মেনে চলব।’’
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.