Advertisement
Advertisement
Kharagpur

খড়্গপুরে জাতীয় সড়কের উপর কন্টেনার উলটে ভয়াবহ আগুন, পুড়ে গেল আটটি নতুন গাড়ি

কীভাবে আগুন লাগল, খতিয়ে দেখছে পুলিশ।

fire breaks out after container overturns on national highway in Kharagpur

জ্বলছে কন্টেনার। নিজস্ব চিত্র

Published by: Suhrid Das
  • Posted:June 2, 2025 10:14 am
  • Updated:June 2, 2025 12:58 pm   

অংশুপ্রতীম পাল, খড়্গপুর: জাতীয় সড়কের উপর কন্টেনারে ভয়াবহ আগুন। আগুনে পুড়ে গেল সেই কন্টেনারের ভিতর থাকা আটটি চারচাকা গাড়ি। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর ২ নম্বর ব্লকের কাছে। সোমবার ভোর চারটে নাগাদ এই আগুন লেগেছিল। বেশ কিছু সময়ের চেষ্টায় দমকল বাহিনী ওই আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনায় বেশ কিছু সময় যানজট দেখা গিয়েছিল এলাকায়।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, খড়্গপুর-কলকাতা ১৬ নম্বর জাতীয় সড়কের উপর দিয়ে ওই কন্টেনার গাড়িটি যাচ্ছিল। চেন্নাই থেকে আসানসোল হয়ে কলকাতা যাওয়ার কথা ছিল সেটি। ভিতরে ছিল ওই আটটি নতুন গাড়ি। সম্ভবত সেগুলি আসানসোল, কলকাতার শো রুমে নিয়ে যাওয়া হচ্ছিল। জাতীয় সড়কে কৃষ্ণনগর পার্কিংয়ের কাছে ওই গাড়িটি রাস্তার পাশে থাকে পুলিশের গার্ডরেলে ধাক্কা মেরে উলটে যায়। কন্টেনারের ভিতর আগুন ধরে যায়। নিমেষে দাউদাউ করে জ্বলতে শুরু করে ওই গাড়িটি। বিকট শব্দ শুনে ছুটে আসেন স্থানীয়রা। দ্রুত খবর দেওয়া হয় পুলিশ ও দমকলকে।

খড়্গপুর গ্রামীণ থানার পুলিশ ঘটনাস্থলে যায়। দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে থাকে। বেশ কিছু সময়ের চেষ্টায় ওই আগুন নিয়ন্ত্রণে আসে। কন্টেনারের ভিতর থাকা আটটি গাড়িই সম্পূর্ণ পুড়ে গিয়েছে বলে খবর। কিন্তু কীভাবে হল এই দুর্ঘটনা? প্রাথমিকভাবে পুলিশের অনুমান, দীর্ঘ পথ গাড়ি চালানোর জন্য চালকের চোখ ঘুমে বুঝে আসতে পারে। সেসময় গার্ডরেলে ধাক্কা মেরে সেটি উলটে যেতে পারে। নয়তো গাড়িটি যান্ত্রিক ত্রুটিতে নিয়ন্ত্রণ হারিয়ে থাকতে পারে। গাড়িতে চালক একাই ছিলেন। তাঁর খুব একটা চোট লাগেনি বলে খবর। ঘটনার জেরে বেশ কিছুক্ষণ ওই রাস্তায় গাড়ি চলাচল বন্ধ ছিল। পরে ওই কন্টেনারটি সরিয়ে রাস্তা গাড়ি চলাচলের জন্য জন্য স্বাভাবিক করা হয়।

 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ