সংযুক্তা চক্রবর্তী, ফরাক্কা: মুর্শিদাবাদে ভয়াবহ দুর্ঘটনা। ১২ নম্বর জাতীয় সড়কে দু’টি লরির মুখোমুখি সংঘর্ষ। লাগল আগুন। অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু এক লরি চালকের। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সাগরদিঘিতে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সাগরদিঘির শেখদিঘি বাস স্ট্যান্ড সংলগ্ন পেট্রোল পাম্পের পার্শ্ববর্তী এলাকায় একটি চা বোঝাই গাড়ি ও বালিভর্তি লরির মুখোমুখি সংঘর্ষ বাধে। তারপরই চা বোঝাই গাড়িটিতে আগুন লেগে যায়। সেই আগুন ছড়িয়ে যায় অন্য গাড়িটিতেও। সঙ্গে সঙ্গে তা ভয়াবহ আকার ধারণ করে। দুর্ঘটনায় আহত হন দুই লরির চালক ও খালাসি। চা বোঝাই গাড়ির খালাসি আগুনের গ্রাস থেকে বেরিয়ে আসতে পারলেও চালক আটকে পড়েন। অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় তাঁর।
জানা গিয়েছে, চা বোঝাই লরিটি গাড়িটি অসম থেকে আসছিল। গাড়িটি ঠিক রাস্তাতেই চলছিল। বালি বোঝাই লরিটির চালক উলটো রুটে ঢুকে পড়েন। লরি দু’টির গতি অনেক থাকায় দুর্ঘটনা এড়ানো যায়নি। মুখোমুখি সংঘর্ষ বাধে। তারপরই আগুন ধরে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের একটি ইঞ্জিন। পৌঁছয় পুলিশও। কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকল। উদ্ধার করা হয় দগ্ধ চালককে। ঘটনায় জাতীয় সড়কে যানজটের সৃষ্টি হয়। পুলিশ দুর্ঘটনার কবলে পড়া গাড়ি দু’টি সরিয়ে নিয়ে যাচ্ছে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.