Advertisement
Advertisement

Breaking News

Firhad Hakim

‘উসকানি দিয়ে গুজরাটের মতো হিংসা করছে’, ২ তৃণমূল নেতা খুনে নাম না করে বিজেপিকে নিশানা ফিরহাদের

এক রাতের ব্যবধানে ভাঙড় ও মালদহে খুন হন দুই তৃণমূল নেতা।

Firhad Hakim slams BJP on two TMC leader murder case
Published by: Sayani Sen
  • Posted:July 11, 2025 4:29 pm
  • Updated:July 11, 2025 4:29 pm  

কল্যাণ চন্দ্র, বহরমপুর: এক রাতের ব্যবধানে ভাঙড় ও মালদহে খুন হন দুই তৃণমূল নেতা। ঠিক কী কারণে খুন, কে বা কারা এই ঘটনায় জড়িত – তা খতিয়ে দেখছে পুলিশ। তবে দুই ঘটনার জন্য নাম না করে বিজেপিকেই দুষছেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম।

Advertisement

শুক্রবার বহরমপুরে যান ফিরহাদ হাকিম। সার্কিট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “তৃণমূল খুনে বিশ্বাস করে না। আমাদের আত্মত্যাগে মধ্য দিয়ে বাংলার মানুষ আমাদের ক্ষমতায় এনেছে। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন বদলা নয়, বদল চাই। নতুন বাংলা গড়তে চাই। কিন্তু যে দলটা ধর্মীয় উসকানি দিয়ে গুজরাটের মতো হিংসা করছে। ভয়াবহ হিংসার সংস্কৃতি আনার চেষ্টা করছে। বাংলা হিংসা বিশ্বাস করে না। আমাদের বাংলা চৈতন্যর বাংলা। আমরা বলি মেরেছো কলসির কানা, তা বলে কি প্রেম দেব না?” যদিও পালটা বিজেপির তরফে এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

প্রসঙ্গত, বৃহস্পতিবার রাতে ভাঙড়ের চালতাবেড়িয়া অঞ্চলের তৃণমূল সভাপতি ছিলেন রাজ্জাক খাঁ দলীয় বৈঠক সেরে বাড়ি ফিরছিলেন। সেই সময় তাঁকে লক্ষ্য করে পরপর তিনটি গুলি চালায়। পরে মৃত্যু নিশ্চিত করতে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় বলেও অভিযোগ। এই ঘটনায় রাজ্যজুড়ে জোর শোরগোল শুরু হয়। ভাঙড়ের তৃণমূল নেতা খুনের রেশ কাটতে না কাটতে ওই রাতেই মালদহের তৃণমূল নেতা আবুল কালাম আজাদ খুন হন। তিনি জন্মদিনের পার্টিতে গিয়েছিলেন। ঘরে বন্দি করে রেখে তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয় বলে অভিযোগ। এই ঘটনার নেপথ্যে গোষ্ঠীদ্বন্দ্ব বলেই দাবি বিরোধীদের। যদিও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement