দেবব্রত মণ্ডল, বারুইপুর: বছর খানেক আগে অবৈধভাবে বাংলায় প্রবেশ, তারপর পরিচয় গোপন করে সোনারপুরে বাড়ি ভাড়া নেওয়া, বস্ত্র কারখানার শ্রমিক হিসেবে কাজ জোগাড়। এমনই গুরুতর সব অভিযোগে ৫ জন বাংলাদেশিকে গ্রেপ্তার করল সোনারপুর থানার পুলিশ। আর তাতে অনুপ্রবেশ নিয়ে বিপদ আঁচ টের পাচ্ছেন তদন্তকারীরা। এদের জেরা করে সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। সোমবার ধৃতদের পেশ করা হবে বারুইপুর আদালতে।
সোনারপুরের বৈকুণ্ঠপুর এলাকার এক বাড়ি ভাড়া করে ছিলেন ৫ বাংলাদেশি। একটি বস্ত্র কারখানায় শ্রমিকের কাজ করত তারা। সকলেই পুরুষ। সম্প্রতি তাদের গতিবিধি দেখে সন্দেহ হয় পুলিশ। খোঁজখবর নিয়ে জানতে পারে, বছর খানেক আগে ৫ পুরুষ বাংলাদেশ থেকে এসে বৈকুণ্ঠপুরের এই এলাকায় একটি বাড়ি ভাড়া নেয়। তারা কেউ প্রতিবেশীদের সঙ্গে মেশে না। তাই তাদের সম্পর্কে বেশি কেউ কিছু জানেন না। এরপর থেকে পুলিশ তাদের দিকে বাড়তি নজর দেয়। রবিবার রাতে গ্রেপ্তার করা হয় তাদের। যে বাড়িতে ভাড়া থাকত ৫ বাংলাদেশি, তার মালিক আপাতত পলাতক। তাঁর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
দক্ষিণ ২৪ পরগনা জেলার সীমান্ত এলাকা দিয়ে বহু বাংলাদেশির অনুপ্রবেশের অভিযোগ ওঠে মাঝেমধ্যে। সীমান্ত পেরিয়ে ঢুকে তারা কিছুটা শহরঘেঁষা এলাকাগুলিতে এসে স্থানীয় মানুষজনের সঙ্গে মিশে যেতে চায়। যাতে সহজে সন্দেহভাজন না হয়ে ওঠে, সেই কারণেই এই পরিকল্পনা। পুলিশ পরবর্তী সময়ে নথিপত্র ছাড়া এভাবে ঢুকে পড়া বাংলাদেশিদের জেরা করে এসব তথ্য জানতে পারে। সম্প্রতি বাংলাদেশের টালমাটাল পরিস্থিতিতে বিভিন্ন সীমান্ত দিয়েই অনুপ্রবেশ ঘটছে বলে গোয়েন্দাদের কাছে তথ্য রয়েছে। তাই নজরদারি বাড়ানো হয়েছে সীমান্ত সুরক্ষায়। তবে বৈকুণ্ঠপুর থেকে ধৃতরা সম্প্রতি আসেনি, বছর খানেক আগেই তারা ঢুকেছে এপারে। কোথা দিয়ে এসেছে, কী উদ্দেশ্য? তাদের জেরা করে এসব তথ্য জানতে চাইছে পুলিশ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.