দুর্ঘটনায় দুমড়েমুচড়ে যাওয়া গাড়ি।
সুমন করাতি, হুগলি: ছত্তিশগড়ের কানহা ন্যাশনাল ফরেস্টে ঘুরতে গিয়েছিলেন হুগলির ডানকুনির এক স্কুলের শিক্ষিকারা ও তাঁদের পরিবার। সেখান থেকে ফেরার সময় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মারা গিয়েছেন পাঁচজন। বাকিরা গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি। দুঃসংবাদ তাঁদের বাড়িতে এসে পৌঁছেছে। শোকের আবহ এলাকায়।
ডানকুনি শ্রীরামকৃষ্ণ বিদ্যাশ্রম উচ্চ বালিকা বিদ্যালয়ের কয়েকজন শিক্ষিকা ও তাঁদের পরিবার পুজোর ছুটিতে ছত্তিশগড় বেড়াতে গিয়েছিলেন। গতকাল রবিবার এসইউভি গাড়ি ভাড়া করে তাঁরা কানহা ন্যাশনাল ফরেস্ট দেখতে যাচ্ছিলেন। চালক-সহ ওই গাড়িতে মোট ১০ জন ছিলেন। ফরেস্ট ঘুরে বিলাসপুর স্টেশনের উদ্দেশ্যে জাতীয় সড়ক ধরে ছুটছিল ওই গাড়ি। বিকেলের দিকে জাতীয় সড়কের উপর ঘটে ভয়াবহ দুর্ঘটনা। একটি ট্রাকের সঙ্গে ওই এসইউভি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় গাড়িটির সামনের অংশ সম্পূর্ণ দুমড়েমুচড়ে যায়।
স্থানীয়রা দুর্ঘটনার পর সকলকে গাড়ি থেকে উদ্ধার করে। পুলিশ পৌঁছয় দুর্ঘটনাস্থলে। সকলকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে পাঁচজনকে মৃত বলে ঘোষণা করেন। বাকিরা হাসপাতালেই চিকিৎসাধীন বলে জানা গিয়েছে। পর্যটকরা শ্রীরামপুর, কলকাতা ও নদিয়ার বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। দুর্ঘটনার খবর ওই স্কুলে পৌঁছেছে। হুগলি জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ সুবীর মুখোপাধ্যায়ের বাড়ির কাছে ওই স্কুল। সুবীরবাবু স্কুলের প্রধান শিক্ষিকার সঙ্গে কথা বলেন। হুগলি ডিআই এবং অতিরিক্ত জেলা শাসক(উন্নয়ন) এর সঙ্গেও কথা বলে দুর্ঘটনাগ্রস্তদের সব রকম সাহায্যের কথা জানান। শিক্ষা কর্মাধ্যক্ষ বলেন, “খুবই মর্মান্তিক। ডানকুনি স্কুলের শিক্ষিকাদের পাশাপাশি, এই স্কুলে আগে কর্মরত (বর্তমানে কলকাতার এক স্কুলে চলে যাওয়া) এক শিক্ষিকাও ঘুরতে গিয়েছিলেন। ছত্তিসগড়ে যে কোনও সাহায্যের প্রয়োজন হলে সাংসদ সব রকম ব্যবস্থা করবেন।” এই বিষয়ে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, “এই বিষয়ে মুখ্যসচিবের সঙ্গে এই বিষয়ে কথা হয়েছে।বিষয়টি তিনি দেখছেন।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.