ব্রতীন দাস, শিলিগুড়ি: ডুয়ার্সের জঙ্গলে লাগল আগুন। লাটাগুড়ির জঙ্গলে তারঘেরা রেঞ্জে আচমকা আগুন জ্বলে ওঠায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।
জানা গিয়েছে, শুক্রবার শুকনো পাতায় কেউ ইচ্ছাকৃতভাবে আগুন জ্বালিয়ে দেয়। মুহূর্তের মধ্যে আগুন বনের ভিতর ছড়িয়ে পড়ে। নষ্ট হয় একাধিক গাছপালা। বন দপ্তরের এক আধিকারিক জানান, সাধারণত চোরা শিকারীরা এ ধরনের কাণ্ড ঘটিয়ে থাকে। বনের শুকনো পাতায় আগুন ধরিয়ে দিলে জঙ্গলের জীবজন্তুরা ত্রস্ত হয়ে ওঠে। দিশাহারা হয়ে এদিক সেদিক ছুটতে থাকে তারা। তাদের শান্ত করতে ব্যস্ত হয়ে পড়েন আধিকারিকরা। আর সেই সুযোগ কাজে লাগিয়ে নিজেদের কুকর্ম চালাতে থাকে চোরা শিকারীরা। মনে করা হচ্ছে, এদিনও সেরকমই কোনও উদ্দেশ্যে আগুন লাগানো হয়েছে। আগুন নেভানোর কাজে নেমেছে বন দপ্তর। যত দ্রুত সম্ভব আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে। দেখুন কীভাবে আগুন ছড়িয়ে পড়েছে-
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.