Advertisement
Advertisement
Sourav Ganguly

‘কিছু দেওয়ার বা পাওয়ার নেই’, অনুব্রতর সঙ্গে মঞ্চ ভাগের কটাক্ষে সপাট জবাব সৌরভের

'একেই বলে মহারাজকীয়', সৌরভের উত্তরের প্রশংসা কুণাল ঘোষের।

Former India captain Sourav Ganguly clarifies his stand on viral picture with Anubrata Mondal
Published by: Arpan Das
  • Posted:June 1, 2025 9:07 am
  • Updated:June 1, 2025 9:43 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সপ্তাহ দুয়েক আগে বোলপুর জেলা ক্রীড়া সংস্থার অনুষ্ঠানে গিয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সেই মঞ্চে ছিলেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলও। সম্প্রতি অনুব্রতর ভাইরাল অডিও নিয়ে বিতর্ক শুরু হয়েছে। তারপর কেষ্ট মণ্ডলের সঙ্গে সৌরভের মঞ্চ ভাগ করা নিয়েও নেটদুনিয়ায় অনেকে মন্তব্য করছেন। সেই নিয়ে মুখ খুললেন মহারাজ। আর উত্তর দিলেন একেবারে মহারাজকীয় ভঙ্গিতেই।

সৌরভ বলেন, “আমি জনপ্রতিনিধি, উনিও জনপ্রতিনিধি। আমি জেলা ক্রীড়া সংস্থার অনুষ্ঠানে গিয়েছিলাম। তাতে এক মঞ্চে ছিলাম তো কী হয়েছে? আমি সব ধরনের মানুষের সঙ্গে মঞ্চ ভাগ করি। আসলে অন্য লোকেরা নিজেদের রাজনৈতিক ঘৃণার সঙ্গে আমাকে জড়িয়ে ফেলে।” স্পষ্টতই অনুব্রতর সঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায়ের ছবি নিয়ে যে ‘কুৎসা’ হচ্ছে, তার একেবারে ‘বাপি বাড়ি যা’ ঢংয়ে উত্তর দিলেন মহারাজ। উল্লেখ্য, ওই মঞ্চে উপস্থিত ছিলেন আরেক প্রাক্তন ক্রিকেটার ঝুলন গোস্বামীও।

সৌরভের আরও বক্তব্য, “আমি রাজনৈতিক ব্যক্তিত্ব নই। আমি যে কারও সঙ্গে মঞ্চে থাকতে পারি। এবং থাকবও। ওই স্টেজ থেকে আমার কিছু দেওয়ার নেই, পাওয়ারও নেই। আমি জনতার মানুষ। ফলে কিছু যায়ে আসে না।” সৌরভের ওই বক্তব্যের ভিডিও শেয়ার করে তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ লিখেছেন, ‘একেই বলে মহারাজকীয়। ফাটাফাটি।’

প্রসঙ্গত, বীরভূমের তৃণমূলের সদ্য প্রাক্তন জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে নিয়ে নতুন করে বিতর্ক দানা বেঁধেছে। বোলপুর থানার আইসি লিটন হালদারকে অশ্রাব্য ভাষায় গালিগালাজের অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। যদিও সেই অডিওর সত্যতা যাচাই করেনি ‘সংবাদ প্রতিদিন ডিজিটাল’। পরে চিঠি লিখে ক্ষমাও চেয়ে নিয়েছেন কেষ্ট মণ্ডল।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement