Advertisement
Advertisement
SSC

এসএসসির প্রকাশিত ‘দাগি’ তালিকায় নাম প্রাক্তন এসএফআই নেতার, শোরগোল বাগদায়

নাম প্রকাশের পর এসএসির উপর ক্ষোভ উগড়ে দিয়েছেন চাকরিহারা শিক্ষক।

Former SFI leader's name in 'tainted' list published by SSC

রিতেশ ঘোষ।

Published by: Subhankar Patra
  • Posted:September 2, 2025 9:34 pm
  • Updated:September 2, 2025 9:40 pm   

জ্যোতি চক্রবর্তী, বনগাঁ: এসএসসির প্রকাশিত ‘দাগি’ তালিকায় নাম প্রাক্তন এসএফআই নেতা ও বর্তমানে বাম সংগঠনের সঙ্গে যুক্ত রিতেশ ঘোষের। প্রকাশিত তালিকায় ১১৮৬ নম্বরে নাম রয়েছে বনগাঁর বাসিন্দা রিতেশের নাম। তবে এই নাম প্রকাশের পর এসএসির উপর ক্ষোভ উগড়ে দিয়েছন তিনি। তাঁর দাবি, এসএসসি তাঁদের ফাঁসানোর জন্য এই কাজ করেছে।

Advertisement

রিতেশ বাগদা থানা এলাকার একটি স্কুলের বাংলার শিক্ষক হিসাবে চাকরি পেয়েছিলেন। ছাত্র জীবনে তিনি এসএফআইয়ের ছাত্রনেতা ছিলেন। বনগাঁ দিনবন্ধু কলেজের ছাত্র সংগঠনের জেনারেল সেক্রেটারি ছিলেন। বর্তমান বামফন্ট্রের সঙ্গেই যুক্ত বলেই খবর।

সুপ্রিম কোর্টের নির্দেশে শনিবার সন্ধ্যায় ১৮০৪ জনের নাম করে স্কুল সার্ভিস কমিশন। তালিকা প্রকাশ করতে দেখা যায় ১১৮৬ নম্বরে রয়েছে বনগাঁর ছেলে রিতেশ ঘোষের নাম। যে বামফ্রন্ট দুর্নীতির ইস্যুতে তৃণমূলকে বিঁধেছে, তাদেরই এক ছাত্র সংগঠনের প্রাক্তন ছাত্রনেতা অর্থ বা প্রভাব খাটিয়ে চাকরি পেয়েছেন। তারপরই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।

তবে এই তালিকা প্রকাশের পর একরাশ ক্ষোভ প্রকাশ করেছেন রিতেশ। তিনি বলেন, “সুপ্রিম কোর্ট রায়ে বলেছেন মিরর ইমেজ বা ওরিজিনাল না থাকে তাহলে বিভাজন সম্ভব নয়। এসএসসি আমাদের ফাঁসানোর জন্য এই কাজ করেছে।”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ