প্রতীকী ছবি
দেবব্রত মণ্ডল, বারুইপুর: নিজের বাড়িতে ডেকে এক কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছিল প্রাক্তন গৃহশিক্ষকের বিরুদ্ধে। নির্যাতিতার ব্যক্তিগত গোপন ছবি সোশাল মিডিয়ায় আপলোড করা হয়! দিনের পর দিন ব্ল্যাকমেল করা হচ্ছিল ওই ছাত্রীকে! শেষপর্যন্ত পুলিশে অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই শিক্ষককে গ্রেপ্তার করেছে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে। ধৃতের নাম সুমন দাস।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নির্যাতিতা ওই ছাত্রীর বাড়ি সোনারপুর থানা এলাকায়। অভিযুক্ত বারুইপর এলাকার বাসিন্দা। স্কুলে পড়ার সময় ওই গৃহশিক্ষকের কাছে পড়ত ছাত্রী। পরবর্তীকালে না পড়লেও শিক্ষক ও ছাত্রীর মধ্যে যোগাযোগ ছিল বলে খবর। চলতি বছরের মার্চ মাসে ওই শিক্ষক ছাত্রীকে ফোন করে নিজের বাড়িতে আসতে বলেছিলেন। শিক্ষকের কথা রেখে সেই বাড়িতে গিয়েছিলেন ওই কলেজ পড়ুয়া। অভিযোগ, সেখানেই তাঁকে ধর্ষণ করা হয়। সেই ছবি নিজের মোবাইল ফোনেও তুলে রাখেন অভিযুক্ত! ঘটনার কথা কাউকে কিছু বললে ফল ভয়ানক হবে বলেও ভয় দেখানো হয়েছিল বলে অভিযোগ। ফলে মুখবন্ধ রেখেছিলেন ওই ছাত্রী।
তবে সোশাল মিডিয়ায় ওই ছাত্রীর ব্যক্তিগত মুহূর্তের ছবি অভিযুক্ত পোস্ট করেন বলে অভিযোগ। ওই শিক্ষক আরও ছবি সোশাল মিডিয়ায় আপলোড করার হুমকি, ব্ল্যাকমেল করছিলেন বলে অভিযোগ। শেষপর্যন্ত বাধ্য হয়ে ওই ছাত্রী পরিবারকে সব কথা জানান। বুধবার রাতে বারুইপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ বৃহস্পতিবার রাতে অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করে। আজ, শুক্রবার বারুইপুর মহকুমা হাসপাতালে নির্যাতিতার শারীরিক পরীক্ষা করানো হয়। পুলিশ জানিয়েছে, আরও এক পড়ুয়া অভিযুক্তের নামে অভিযোগ করেছেন। তারও তদন্ত শুরু হয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.