Advertisement
Advertisement
Nadia

দালালের আত্মীয় সেজে দুমাস বাস নদিয়ায়, বাংলাদেশ ফেরার আগে গ্রেপ্তার ৪ অনুপ্রবেশকারী

তারা দুমাস আগে চোরাপথে দালালের সাহায্যে ভারতে এসেছিল।

four Bangladeshi infiltrators arrested in Nadia

দালাল-সহ গ্রেপ্তার চার বাংলাদেশি। নিজস্ব চিত্র

Published by: Suhrid Das
  • Posted:February 9, 2025 6:19 pm
  • Updated:February 9, 2025 8:19 pm   

সঞ্জিত ঘোষ, নদিয়া: ফের বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেপ্তার। রাতের অন্ধকারে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে যাওয়ার ছক কষছিল। সেসময় তাদের পাকড়াও করে পুলিশ। ঘটনাটি ঘটেছে নদিয়ার হাঁসখালি থানা এলাকায়। তারা দু’মাস আগে চোরাপথে দালালের সাহায্যে ভারতে এসেছিল বলে খবর।

Advertisement

পুলিশ সূত্রে পাওয়া খবর, গতকাল শনিবার রাতে ওই চার অনুপ্রবেশকারী সীমান্ত পেরনোর চেষ্টা করছিল। গোপন সূত্রে খবর পেয়ে সীমান্তবর্তী ওই এলাকায় যায়। ওই ব্যক্তিদের দেখে সন্দেহ হওয়ায় শুরু হয় জিজ্ঞাসাবাদ। ভারতের নাগরিক হিসেবে তাঁদের পরিচয়পত্র দেখতে চাওয়া হয়। কিন্তু কিছুই তারা দেখাতে পারেনি। চাপ দিতেই সত্যি কথা বেরিয়ে আসে। তারা প্রত্যেকেই বাংলাদেশের নাগরিক বলে স্বীকার করে নেয়। এরপরেই তাঁদের গ্রেপ্তার করা হয়।

ধৃত জসিমউদ্দিন ইসলামের বাড়ি বাংলাদেশের মহেশপুরে। আকলিমা সর্দার ও বাহারুল শেখের বাড়ি খুলনায়। কুদ্দুস সরকার থাকে নড়াইলে। তারা গত দুমাস আগে দালালের মাধ্যমে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে এদেশে এসেছিলেন। নদিয়ার সীমান্ত পেরিয়ে হাঁসখালি এলাকাতেই তারা থাকছিলেন। দালালের মাধ্যমে এদেশের নকল পরিচয়পত্র তৈরির পরিকল্পনা ছিল। সেই হিসেবে আত্মীয় সেজে এলাকারই বাসিন্দাদের বাড়িতে তারা গা ঢাকা দিয়েছিল।

কিন্তু সীমান্ত এলাকায় ধারাবাহিক পুলিশ তল্লাশি ও বিএসএফের কড়া পাহারার জন্য ফের বাংলাদেশে ফেরার পরিকল্পনা করে তারা। সেই মতো গতকাল দালালের মাধ্যমেই ফের সীমান্ত পেরনোর চেষ্টা করছিল। বাংলাদেশিদের সঙ্গে রাজীব বিশ্বাস নামে এক দালালকেও গ্রেপ্তার করা হয়েছে। আজ রবিবার ধৃতদের রানাঘাট বিচার আদালতে পেশ করা হয়।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ