Advertisement
Advertisement

Breaking News

Kalimpong

৫০ ফুট গভীর খাদে গাড়ি, গ্যাংটক যাওয়ার পথে মৃত্যু ৪ জনের, জখম অন্তত ৩

আহতরা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন।

Four people dies in a road accident in Kalimpong

প্রতীকী ছবি

Published by: Sayani Sen
  • Posted:October 4, 2025 10:27 am
  • Updated:October 4, 2025 10:38 am   

অভ্রবরণ চট্টোপাধ্যায়, শিলিগুড়ি: গভীর খাদে গাড়ি পড়ে অঘটন। কালিম্পংয়ে পথেই মৃত্যু ৪ জনের। জখম আরও ৩ জন। স্থানীয় হাসপাতালে চিকিৎসা চলছে তাঁদের।

Advertisement

শুক্রবার ঘড়ির কাঁটায় রাত আটটা হবে। সেই সময় একটি গাড়ি পাথরঝোরা থেকে গ্যাংটক যাচ্ছিল। যাওয়ার পথে কালিম্পং থানা এলাকার ১০ নম্বর জাতীয় সড়কের মেল্লি কিরণি এলাকায় একটি গাড়ি খাদে পড়ে যায়। কমপক্ষে ৫০ ফুট গভীর খাদে গাড়িটি পড়ে যায় বলেই খবর। এই ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। নিহতেরা হলেন কমল সুব্বা। বছর চুয়াল্লিশের ওই ব্যক্তি গাড়ি চালাচ্ছিলেন। অপর নিহতেরা হলেন সমীরা সুব্বা। বছর কুড়ির ওই তরুণী বোজোঝাড়ি এলাকার বাসিন্দা। এছাড়া জানুকা দর্জি এবং নীতা গুরুং নামে আরও দু’জন প্রাণ হারিয়েছেন। তাঁরা বোজোঝাড়ি এলাকায় থাকেন। এই দুর্ঘটনায় তিনজন গুরুতর জখম হয়েছেন। তাঁরা হলেন সুনীতা থাপা, সান্দ্রিয়া রাই এবং সামিউল দর্জি। তাঁরা মেল্লি সিকিম হাসপাতালে চিকিৎসাধীন। প্রত্যক্ষদর্শীদের দাবি, অপরদিক থেকে আসা অন্য একটি গাড়ির জোরাল আলোর ফলে এই অঘটন ঘটে। যদিও পুলিশের তরফে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

প্রসঙ্গত, উত্তরবঙ্গে একেই চলছে বৃষ্টি। তার ফলে রাস্তার অবস্থা বেশ বেহাল। আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে বৃষ্টি থামার কোনও পূর্বাভাস এখনও দেওয়া হয়নি। শনিবারও দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে উত্তরবঙ্গে। প্রবল বৃষ্টির লাল সর্তকতা জারি হয়েছে আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলায়। এই দুই জেলার কিছু অংশে ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার ও উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির কমলা সর্তকতা জারি করা হয়েছে। মালদহ ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির হলুদ সর্তকতা জারি করা হয়েছে। সঙ্গে বইতে পারে দমকা ঝোড়ো বাতাস। রবিবার অতি ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহারে। ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি হয়েছে উত্তর দিনাজপুরে। বাকি জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস। সঙ্গে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে দমকা ঝোড়ো বাতাস। সোমবার ভারী বৃষ্টি হতে পারে কোচবিহার এবং আলিপুরদুয়ারে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা সব জেলাতেই। আগামী বৃহস্পতিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে বলেই জানিয়েছে হাওয়া অফিস।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ