Advertisement
Advertisement
Serampore

শ্রীরামপুরে গঙ্গার ভাঙন! তলিয়ে যেতে পারে একাধিক রাস্তা, বহু ঘরবাড়ি, শঙ্কায় বাসিন্দারা

দ্রুত কাজ শুরুর আশ্বাস দিয়েছেন স্থানীয় কাউন্সিলর।

Ganga erosion in Serampore
Published by: Subhankar Patra
  • Posted:September 24, 2025 9:17 pm
  • Updated:September 24, 2025 9:17 pm   

সুমন করাতি, হুগলি: এবার গঙ্গার ভাঙন শ্রীরামপুরে। ফাটল গঙ্গার ধার বরাবর একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায়। ১৮ নম্বর ওয়ার্ডের অনেক এলাকার রাস্তা ধসে গিয়ে বসে গিয়েছে। হেলে পড়েছে গঙ্গার দিকে। আশঙ্কা যখন তখন রাস্তার অংশগুলি ভাঙনে তলিয়ে যেতে পারে নদীর গর্ভে। আতঙ্কে ভুগছেন স্থানীয় বাসিন্দারা।

Advertisement

Ganga erosion in Serampore

এবার বর্ষা অনেক আগে প্রবেশ করেছে দেশে। বাংলার বিভিন্ন এলাকায় অতিরিক্ত বৃষ্টি হয়েছে। প্রবল বর্ষণে । ১৮ নম্বর ওয়ার্ডের সিদ্ধেশ্বরীতলা থেকে মাহেশ পর্যন্ত গঙ্গার ধারের রাস্তায় ভাঙনের চিহ্ন ধরা পড়েছিল আগেই। এবার তা ধসে গিয়েছে। বাসিন্দাদের আশঙ্কা রাস্তা ভেঙে গেলে হু হু করে গঙ্গার জল ঢুকবে বসতি এলাকায়।

Ganga erosion in Serampore

বহুবাড়ি তলিয়ে যেতে পারে গঙ্গার বক্ষে। ভাঙ্গন রুখতে অবিলম্বে ব্যবস্থা না নেওয়া হলে শ্রীরামপুরের একাধিক ঘনবসতিপূর্ণ এলাকা বিপদের মুখে পড়তে পারে বলে আশঙ্কা। স্থানীয় এক বাসিন্দা বলেন, “ফাটল আগেই ছিল। অতিরিক্ত বর্ষায় ফাটল আরও বড় হয়েছে। আতঙ্কে আছি। তাড়াতাড়ি রাস্তাগুলি ঠিক করার ব্যবস্থা করা হোক।”

Ganga erosion in Serampore

এমন পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছেন ওই ওয়ার্ডের কাউন্সিলর সন্তোষ সিং ওরফে পাপ্পু। তিনি বলেন, “গঙ্গা ভাঙন নিয়ে আমরা খুব আতঙ্কে আছি। প্রশাসনিক স্তরে ভাঙন রোধে পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে। আশা করছি খুব দ্রুত কাজ শুরু হবে।”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ