শাহজাদ হোসেন, ফরাক্কা: ফিমেলের (মহিলা) জায়গায় লেখা মেল (পুরুষ)! অ্যাডমিটে এই সামান্য ভুলে রবিবার কলকাতা পুলিশের কনস্টেবল পরীক্ষায় বসতে না পারলেন না পরীক্ষার্থী। এরপরই সামশেরগঞ্জে কান্নায় ভেঙে পড়লেন ছাত্রী। প্রশাসনের ভুলে তাঁকে কেন শাস্তি পেতে হবে, তা নিয়ে প্রশ্ন তুললেন তিনি।
এদিন কলকাতা পুলিশের কনস্টেবল পদের পরীক্ষা ছিল। পরীক্ষা দিতে মুর্শিদাবাদে পরীক্ষা দিতে এসেছিলেন টুম্পা মার্জিত। কিন্তু পরীক্ষা দিতে গিয়ে বাঁধল বিপত্তি। অ্য়াডমিট কার্ডে সামান্য ভুলের জন্য পরীক্ষায় বসতে পারলেন না তিনি। কী ঘটেছিল?
জানা গিয়েছে,টুম্পার অ্যাডমিট কার্ডে স্ত্রী লিঙ্গের জায়গায় পুরুষ করা ছিল। বাকি সমস্ত তথ্য ঠিক থাকলেও লিঙ্গ পরিচয়ের সামান্য ভুলে কলকাতা পুলিশের কনস্টেবল পদে পরীক্ষায় বসতে পারলেন না তিনি। রবিবার মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানা এলাকার পঞ্চগ্রাম আই এস এ হাই স্কুলের পরীক্ষা দিতে এসেছিলেন। কিন্তু অ্যাডমিট কার্ডে ভুল থাকায় সেন্টারে ঢুকতে দেওয়া হয়নি ছাত্রীকে। খড়গ্রামের ঝিল্লি অঞ্চল থেকে সামশেরগঞ্জে পরীক্ষা দিতে এসেও পরীক্ষা দিতে না পেরে স্কুলের দরজায় দাঁড়িয়ে কান্নায় চোখ ভিজল তাঁর। স্কুলের ভেনু ইনচার্জ থেকে শুরু করে প্রশাসনিক কর্তাদের জানিয়েও পরীক্ষা সেন্টারে ঢুকতেই দেওয়া হয়নি ওই পরীক্ষার্থীকে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.