Advertisement
Advertisement
মাধ্যমিক

মাধ্যমিকের মেধাতালিকায় জ্বলজ্বলে একঝাঁক ছাত্রী, জেলাস্তরে নারীশিক্ষায় অগ্রগতি

দেখে নিন,ছাত্রীরা কে কোন স্থান অধিকার করল৷

Girls outshine boys in WB madhyamik exams 2019
Published by: Bishakha Pal
  • Posted:May 21, 2019 1:15 pm
  • Updated:May 21, 2019 1:15 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কলকাতাকে পিছনে ফেলে এবছর মাধ্যমিকে জয়জয়কার পশ্চিমবঙ্গের জেলাগুলির। মঙ্গলবার সকাল ৯ টায় মধ্যশিক্ষা পর্ষদের তরফে সাংবাদিক বৈঠক করে ফল প্রকাশ করা হয়। পরীক্ষার ৮৮ দিনের মাথায় প্রকাশিত হল এই ফলাফল। এবছর মাধ্যমিকে পাশের হার ৮৬.০৭ শতাংশ। এর মধ্যে মেয়েদের পাশের হার ৮২.৮৭ শতাংশ এবং ছেলেদের পাশের হার ৮৯.৯৭ শতাংশ। তবে দ্বিতীয় থেকে দশম স্থানের মধ্যে প্রায় সব জায়গাতেই ছাত্রদের পাশাপাশি রয়েছে ছাত্রীরাও৷ 

Advertisement
sreyashi-debasmita
দুই দ্বিতীয় স্থানাধিকারী শ্রেয়সী পাল এবং দেবস্মিতা সাহা

এবছর ৬৯১ নম্বর পেয়ে দ্বিতীয় হয়েছে দুই ছাত্রী৷ আলিপুরদুয়ারের ফালাকাটা গার্লস হাইস্কুলের ছাত্রী শ্রেয়সী পাল এবং কোচবিহারের দেবস্মিতা সাহা৷ তৃতীয় স্থানেও রয়েছে এক ছাত্রী। রায়গঞ্জ গার্লস হাইস্কুলের ছাত্রী ক্যামেলিয়া রায়৷ তার প্রাপ্ত নম্বর ৬৮৯ নম্বর। তবে প্রথম স্থানের মতো চতুর্থ স্থানটিও ছাত্রীদের জন্য ব্রাত্য রইল এবছর। পঞ্চম স্থানে ফের রয়েছে এক ছাত্রীর নাম। রুমানা সুলতানা। ৬৮৬ নম্বর পেয়ে পঞ্চম স্থান পেয়েছে সে। ষষ্ঠ স্থানে রয়েছে পাঁচ জন। এদের মধ্যে তিন জনই ছাত্রী। রামপুরহাট হাইস্কুলের সাবর্ণী চট্টোপাধ্যায়, বর্ধমান বিদ্যার্থী ভবন গার্লস হাইস্কুলের সাহিত্যিকা ঘোষ ও অলিগঞ্জ ঋষি রাজনারায়ণ বালিকা বিদ্যালয়ের সুপর্ণা সাহু। এদের প্রাপ্ত নম্বর ৬৮৫।

camelia-rumana
তৃতীয় স্থানাধিকারী ক্যামেলিয়া রায় ও পঞ্চম স্থানাধিকারী রুমানা সুলতানা

সপ্তম স্থানে রয়েছে কোচবিহারে ইলাদেবী গার্লস হাইস্কুলের ছাত্রী গায়ত্রী মোদক। ৬৮৪ নম্বর পেয়েছে সে। অষ্টম স্থানে রয়েছে আরামবাগ গার্লস হাই স্কুলের দেবলীনা দাস, বর্ধমান বিদ্যার্থী ভবন গার্লস হাইস্কুলের অয়ন্তিকা মাজি, আমতলা নিবেদিতা বালিকা বিদ্যালয়ের শ্রীমন্তী চক্রবর্তী৷ মেধাতালিকায় নবম স্থান অধিকার করেছে ৯ জন৷ এর মধ্যে রয়েছে জ্ঞানদীপ বিদ্যাপীঠ হাইস্কুলের অরুণিমা ত্রিপাঠী। তার প্রাপ্ত নম্বর ৬৮২। দশম স্থানে রয়েছে রায়গঞ্জ গার্লস হাইস্কুলের সঞ্চারী চক্রবর্তী, মালদার বার্লো গার্লস হাইস্কুলের সায়ন্তিকা দাস, বীরভূমের নেতাজি বিদ্যাভবনের সায়ন্তিকা রায়, সাথী কুণ্ডু, সহেলি রায়, প্রত্যাশা মজুমদার ও অঙ্কিতা কুণ্ডু৷ এছাড়াও রয়েছে রিমা চক্রবর্তী, সৌম্যদীপ ঘোষ৷

debalina-ayantika
অষ্টম স্থানাধিকারী দেবলীনা দাস ও অয়ন্তিকা মাঝি

প্রসঙ্গত, এবার মধ্যশিক্ষা পর্ষদের অ্যাপেও জানা যাবে মাধ্যমিক পরীক্ষার ফলাফল। অ্যাপে লগ ইন করে রোল নম্বর লিখলেই ফলাফল জানা যাবে। ফলাফল জানা যাবে www.wbbse.org, www.wb.allresults.nic.in এবং  www,examresults.net www.indiaresult.com-এই সমস্ত ওয়েবসাইটে। এছাড়া এসএমএসের মাধ্যমেও ফলাফল জানা যাবে। WB <রোল নম্বর> পাঠিয়ে দিতে হবে 54242/ 56263/58888 নম্বরে।

sahutyika-sayantika
ষষ্ঠ স্থানাধিকারী সাহিত্যিকা ঘোষ ও দশম স্থানাধিকারী সায়ন্তিকা দাস

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement