উদ্ধার হওয়া সোনার বিস্কুট। নিজস্ব চিত্র
গোবিন্দ রায়, বসিরহাট: বাংলাদেশ থেকে বিশাল পরিমান সোনার বিস্কুট সীমান্ত পেরিয়ে বসিরহাট দিয়ে ভারতে ঢুকেছিল। কিন্তু শেষরক্ষা হল না। বিএসএফ জওয়ানদের তল্লাশি অভিযানে উদ্ধার হল ওই বিপুল পরিমাণ সোনা। যার বাজারদর আনুমানিক ২ কোটি টাকা। মোট ২০টি সোনার বিস্কুট উদ্ধার হয়েছে বলে খবর।
জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগরের হাকিমপুর সীমান্ত দিয়ে এদিন উদয় সরকার নামে এক ব্যক্তি এদেশে ঢুকেছিলেন। গোপন সূত্রে বিএসএফের ১৪৩ নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানদের কাছে গোপন সূত্রে সোনা পাচারের খবর আসে। এরপরই সীমান্ত এলাকা থেকে যাওয়ার সময় উদয়পুর চেকপোস্টে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। ওই ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে সন্দেহ হয় জওয়ানদের। এরপর ওই স্কুটি তল্লাশি করা হয়। স্কুটির ভিতরে থরে থরে সাজিয়ে রাখা ছিল ওই ২০টি সোনার বিস্কুট।
এরপরেই ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। পুলিশের হাতে ওই ব্যক্তিকে তুলে দেওয়া হয়। প্রসঙ্গত কয়েক সপ্তাহ আগেও বসিরহাট সীমান্ত এলাকায় বিপুল টাকার সোনার বিস্কুট উদ্ধার হয়েছিল। বাংলাদেশ থেকে এইসব সোনার বিস্কুট নিয়ে আসা হয়েছিল। দুর্গাপুজো উৎসব বাংলায় শুরু হয়ে গিয়েছে। সীমান্তবর্তী এলাকায় কড়া নিরাপত্তা রয়েছে। তারপরেও সোনার বিস্কুট পাচারের চেষ্টা হয়েছিল। সীমান্ত এলাকায় আরও নিরাপত্তার কড়াকড়ি হবে বলে জানানো হয়েছে। ধৃত ব্যক্তি কোথায় ওই সোনার বিস্কুট পাচার করছিল? আন্তর্জাতিক পাচারচক্রের সঙ্গে ধৃতের কতটা যোগাযোগ? সেই বিষয় জানার চেষ্টা চলছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.