Advertisement
Advertisement
Uluberia

উলুবেড়িয়ায় ঠিকানা জানার নাম করে ছিনতাই সোনার গয়না! রক্তাক্ত বৃদ্ধা, আতঙ্ক এলাকায় 

দুষ্কৃতীদের চিহ্নিত করার কাজ চলছে।

Gold jewelry stolen in Uluberia

প্রতীকী ছবি

Published by: Subhankar Patra
  • Posted:May 23, 2025 8:30 pm
  • Updated:May 23, 2025 9:08 pm  

মনিরুল ইসলাম, উলুবেড়িয়া: শুক্রবার ভোরে বাড়ির সামনে উঠোন পরিষ্কার করছিলেন বৃদ্ধা। ঠিকানা জানার নাম করে সোনার গয়না ছিনতাই করার অভিযোগ উঠল একদল দুষ্কৃতীর বিরুদ্ধে। অভিযোগ তাঁকে ছুরি দেখিয়ে গলা ও কান থেকে সোনার গয়না ছিনতাই করা হয়। রক্তাক্ত বৃদ্ধাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় পরিবারের সদস্যরা। ঘটনাটি ঘটেছে উলুবেড়িয়া পুরসভার ২৯ নম্বর ওয়ার্ডের যদুরবেড়িয়া কলতলা এলাকায়। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃদ্ধার নাম বাণী রায়। বছর সত্তরের বৃদ্ধা সকালে বাড়ির উঠোনে ছিলেন। পরিবারের অন্যান্য সদস্যরা ঘুমিয়ে ছিলেন। সেই সময় একটি বাইকে চেপে দুই যুবক আসে। অভিযোগ, তাদের মধ্যে একজন বৃদ্ধার কাছে এসে জানতে চায় নিমদীঘি মোড় কোনদিকে। অভিযোগ মহিলা নিমদীঘি মোড়ের রাস্তা দেখানোর সময় আচমকা ওই যুবক একটি ছুরি বার করে মহিলার গলায় ঠেকায়। ওই বৃদ্ধা ভয়ে পড়ে যান। দুষ্কৃতীরা বৃদ্ধার গলায় থাকা সোনার হার ছিনিয়ে নেয়। পাশাপাশি বৃদ্ধার কানের সোনার দুল ও ছিনিয়ে নিয়ে মুম্বই রোড ধরে বাইকে চেপে চম্পট দেয়। বৃদ্ধার তার কানের অংশ ছিড়ে যায়। রক্তাক্ত অবস্থায় ওই বৃদ্ধা চিৎকার করেন। পরিবারের লোকজন ও আশেপাশের লোকজন ছুটে আসেন। বৃদ্ধাকে তাঁরা উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা করে তাঁকে ছেড়ে দেন। মহিলার পরিবার সূত্রে খবর বৃদ্ধার বাম কানে ৫ টি সেলাই পড়েছে।

এই ঘটনার পর পুলিশে অভিযোগ জানিয়েছেন পরিবারের সদস্যরা। এখনও পর্যন্ত কোনও দুষ্কৃতী ধরা পড়েনি। পুলিশ জানিয়েছে, দুষ্কৃতীদের চিহ্নিত করার কাজ চলছে। ঘটনা তদন্ত করা হচ্ছে অভিযুক্তরা শীঘ্রই ধরা পড়বে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement