Advertisement
Advertisement
Murshidabad

কোটি টাকার সোনা উদ্ধার মুর্শিদাবাদে, গ্রেপ্তার ২ পাচারকারী

মঙ্গলবার ধৃতদের আদালতে তোলা হবে।

Gold worth crores recovered in Murshidabad, 2 smugglers arrested
Published by: Suhrid Das
  • Posted:September 1, 2025 10:28 pm
  • Updated:September 1, 2025 10:45 pm   

অতুলচন্দ্র নাগ, ডোমকল: কোটি টাকার বেশি মূল্যের সোনার বিস্কুট উদ্ধার। গ্রেপ্তার ২ পাচারকারী। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার রানিনগর থানা এলাকায়। আজ, সোমবার সন্ধ্যায় এই বিষয়ে সাংবাদিক বৈঠক করেন ডোমকলের এসডিপিও শুভম বাজাজ। ধৃত দুই সোনা পাচারকারীদের নাম শিবনাথ মণ্ডল, বাড়ি রাজানগর এলাকায়। অন্যজনের নাম নগেন মণ্ডল, বাড়ি সাগরপাড়া থানার নতুন বামনাবাদে।

Advertisement

জানা গিয়েছে, শিবনাথ মণ্ডল একজন মৎস্যজীবী। নগেন মণ্ডল পেশায় কৃষিজীবী। দু’জনেরই সীমান্তে যাতায়াতের অভ্যাস আছে। এদিন শিবনাথ সীমান্তে বিএসএফের চৌকিতে পরিচয়পত্র জমা দিয়ে পদ্মানদীতে মাছ ধরতে গিয়েছিলেন। বাংলাদেশ সীমান্ত লাগোয়া এলাকায় মাছ ধরার সময় বিএসএফের নজরদারির আড়ালে এক বাংলাদেশির থেকে ওই সোনার বিস্কুটগুলি নিয়েছিলেন বলে অভিযোগ। সেগুলি এদেশের কোনও একজনের কাছে হস্তান্তরের কথা ছিল। নদী থেকে গ্রামে ফিরে এসে সেগুলি প্যান্টের পকেটে নিয়ে মোটরসাইকেল করে গন্তব্যে যাচ্ছিলেন ওই ব্যক্তি। সেসময় পুলিশ ওই বাইক আটকে তল্লাশি করতেই ওইসব সোনার বিস্কুট বেরিয়ে পড়ে। তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়া হয়।

পুলিশি জিজ্ঞাসাবাদে ওই সোনা পাচারে নগেনের নাম জানা যায়। পুলিশ দ্রুত তাঁকে ধরতে বামনাবাদ এলাকায় পৌঁছয়। নতুনপাড়া থেকে পুলিশ নগেনকে গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া ১০টি সোনার বিস্কুটের ওজন ১ কেজি ১৬৬ গ্রাম। বাজারমূল্য ১ কোটি ২৩ লক্ষ টাকা। ডোমকলের এসডিপিও শুভম বাজাজ বলেন, “সোনার বিস্কুটগুলি সীমান্ত পেরিয়ে আসবে, এই খবর সূত্র মারফত আগেই পুলিশের কাছে ছিল। তার ভিত্তিতেই দাদুরঘাট এলাকা থেকে চর এলাকায় নজরদারি চলে। ওই ব্যক্তিকে ধরা হয়।” এই পাচারের সঙ্গে আর কারা জড়িত? কোথায়, কার কাছে ওই বিস্কুট পাচার করা হচ্ছিল? সেই প্রশ্নের উত্তর জানার জন্য জিজ্ঞাসাবাদ চলছে। আগামী কাল মঙ্গলবার ধৃতদের আদালতে তোলা হবে বলে পুলিশ সূত্রে খবর।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ