Advertisement
Advertisement
Maldah

মালদহে জমি দখল! বাধা দিতেই প্রতিবাদীকে মার মাফিয়াদের, বাঁচাতে গিয়ে আক্রান্ত মা-দিদি

ধৃত তৃণমূল নেতা।

Goons attack Woman for protesting against land grabbing in Maldah
Published by: Paramita Paul
  • Posted:December 7, 2024 6:37 pm
  • Updated:December 7, 2024 6:37 pm   

বাবুল হক, মালদহ: জমি দখলের চেষ্টা মাফিয়াদের। বাধা দিতে গেলে মাটিতে ফেলে লাঠি দিয়ে বেধড়ক মার মা ও মেয়েকে। তৃণমূলের একাংশই জমি মাফিয়াদের মদতদাতা, দাবি তৃণমূলের অঞ্চল সভাপতির। মালদার হরিশ্চন্দ্রপুর থানার অন্তর্গত মহেন্দ্রপুর অঞ্চলের তিলডাঙ্গি নয়াটোলা এলাকার এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। ইতিমধ্যে এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ।

Advertisement

অভিযোগকারী পুষ্পিতা মণ্ডলের দাবি, বিচারাধীন ১২ শতক জমিতে ঘর নির্মাণের উদ্দেশ্যে ইট রাখে তৃণমূল আশ্রিত জমি মাফিয়ারা। বাধা দিতে গেলে তাঁর দিদির উপর চড়াও হয়ে ব্যাপক মারধর করে। মাটিতে ফেলে লাঠি দিয়ে পেটানো হয়। তাঁর মা বাঁচাতে এলে শ্বাসরোধ করে খুন করার চেষ্টা করে। এই মুহূর্তে তাঁর মা এবং দিদি হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন। হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন পুষ্পিতা মণ্ডল।
আক্রান্তদের দাবি, অভিযুক্তরা প্রত্যেকেই তৃণমূল করে।

আক্রান্তদের হাসপাতালে দেখতে এসে তৃণমূলের স্থানীয় পঞ্চায়েত সদস্যের ছেলে তথা অঞ্চল তৃণমূল সভাপতি পঙ্কজ কুমার দাস মেনে নিয়েছেন অভিযুক্তরা তৃণমূল করে। তাঁর অভিযোগ, এরা দলের নাম ভাঙিয়ে জমি দখল করছে। দলের একাংশ মদত দিচ্ছে। তিনি স্থানীয় বিধায়ক তথা মন্ত্রীকে বিষয়টি জানিয়েছেন। পরবর্তীতে মুখ্যমন্ত্রীকে জানাবেন। বিরোধীদের দাবি, যেখানে সেখানে জমি দখল করছে তৃণমূল।

ঘটনায় ৬ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। ইতিমধ্যে তৃণমূলের সংখ্যালঘু সেলের অঞ্চল সভাপতি রুস্তম আলিকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আবার মহেন্দ্রপুরের প্রভাবশালী তৃণমূল নেতা। তাঁর বিরুদ্ধে জমি দখল-সহ একাধিক অভিযোগ আছে। বাকি ৫ তৃণমূল কর্মী পলাতক।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ