Advertisement
Advertisement

বোর্ড গঠনের আগেই অপহৃত পঞ্চায়েত সদস্য, চাঞ্চল্য ক্যানিংয়ে

পঞ্চায়েত প্রধান হওয়ার দৌড়ে এগিয়েছিলেন তিনি।

Gopalpur: Independent panchayat board member kidnapped
Published by: Shammi Ara Huda
  • Posted:August 20, 2018 4:43 pm
  • Updated:August 20, 2018 4:53 pm  

দেবব্রত মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা:  সপ্তাহখানেকের মধ্যেই পঞ্চায়েতে বোর্ড গঠন। ঠিক তার আগে অপহৃত হলেন নির্বাচিত  জনপ্রতিনিধি। পঞ্চায়েত প্রধানের দৌড়ে তিনিই এগিয়ে ছিলেন বলে জানা গিয়েছে। অভিযোগ, রবিবার গভীর রাতে বাড়ি থেকে জনা তিরিশেক সশস্ত্র দুষ্কৃতীরা তাঁকে অপহরণ করে নিয়ে যায়। বাধা দিতে গেলে বাড়ির লোকেদের মারধরও করা হয়। সোমবার থানায় অভিযোগ দায়ের করেছেন ওই পঞ্চায়েত সদস্যের পরিবারের লোকেরা।  চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ক্যানিংয়ের গোপালপুর পঞ্চায়েত এলাকায়।

Advertisement

[অবৈধ সম্পর্ক ফাঁসের জের, সন্তানকে শ্বাসরোধ করে খুন করল মহিলা]

জানা গিয়েছে, ক্যানিং-এক নম্বর ব্লকে গোপালপুর পঞ্চায়েতের শাসকদলের প্রার্থী ছিলেন নন্দকিশোর সর্দার।  ভোটে জিতেও যান তিনি। ক্যানিংয়ে এবার পঞ্চায়েত ভোটে তৃণমূল কংগ্রেসকে সমানে সমানে টক্কর দিয়েছেন নির্দল প্রার্থীরা।  গোপালপুর পঞ্চায়েতে নির্দলরা পেয়েছেন ন’টি আসন। বাকি ন’টি গিয়েছে তৃণমূলের ঘরে। ফলে পঞ্চায়েতের বোর্ড গঠন নিয়ে শুরু হয়ে যায় তরজা। শাসকদলের জয়ী পঞ্চায়েত সদস্য নন্দকিশোর সর্দার নির্দল শিবিরের দিকে ঝুঁকে পড়েন। একজন  সদস্য খুঁইয়ে গোপালপুর পঞ্চায়েতে  বোর্ড গঠনের লড়াইয়ে পিছিয়ে পড়ে  তৃণমূল ।  বোর্ড গঠনের তোরজোর শুরু করে নির্দল শিবির। আগামী ২৭ আগস্ট বোর্ড গঠনের দিন ধার্য হয়। প্রমাদ গোনে তৃণমূল শিবির।

এদিকে ভোটে জেতার পর থেকেই গোপালপুরের বাড়িতে থাকছিলেন না নন্দকিশোর সর্দার। সোমবার মায়ের শ্রাদ্ধানুষ্ঠান উপলক্ষে রবিবার সকালেই বাড়িতে আসেন তিনি। অভিযোগ, গভীর রাতে তাঁর বাড়িতে হানা দেয় ৩০ জনের সশস্ত্র দুষ্কৃতীদল। মাথায় বন্দুক ঠেকিয়ে  নন্দকিশোর সর্দারকে অপহরণ করে নিয়ে যায় দুষ্কৃতীরা। বাধা দিতে গিয়ে মার খান পরিবারের অনেকেই। গোটা ঘটনায় অপহৃত পঞ্চায়েত সদস্যের পরিবারের অভিযোগের তির তৃণমূল শিবিরের দিকে। এই ঘটনার পরে পঞ্চায়েতে বোর্ড গঠন নিয়ে সংশয় দেখা দিয়েছে। অপহরণের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মুখে কুলুপ এঁটেছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব।

[ঘর থেকে উদ্ধার গৃহবধূর ঝুলন্ত দেহ, শ্বশুরবাড়ির বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement