Advertisement
Advertisement
CV Ananda Bose

দার্জিলিংয়ের ধসবিধ্বস্ত এলাকা ঘুরলেন রাজ্যপাল, কেন্দ্র-রাজ্য একযোগে কাজের বার্তা

ধস বিধ্বস্ত দুধিয়া পরিদর্শন করেন সিভি আনন্দ বোস।

Governor CV Ananda Bose visits landslide-hit areas of Darjeeling
Published by: Suhrid Das
  • Posted:October 6, 2025 8:58 pm
  • Updated:October 6, 2025 8:58 pm   

অভ্রবরণ চট্টোপাধ্যায়, শিলিগুড়ি: প্রবল বৃষ্টিতে বিধ্বস্ত দার্জিলিংয়ের একাধিক এলাকা। উত্তরবঙ্গের একাধিক জেলার একাধিক এলাকা জলমগ্ন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ পৌঁছে গিয়েছেন। দুর্যোগপূর্ণ এলাকা ঘুরে দেখেন তিনি। আগামী কাল মিরিক যাবেন তিনি। এদিকে দার্জিলিংয়ে পৌঁছে গিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোসও। ধস বিধ্বস্ত দুধিয়া পরিদর্শন করলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। তিনি বলেন, “আমি সকলের সঙ্গে কথা বলেছি। এখন কাউকে দোষারোপ করার সময় নয়। দুর্গতরা যাতে সকলে ত্রাণ পায় সেদিকে নজর রাখতে হবে। আমি দিল্লিকে জানাব। তবে এই সময় কেন্দ্র, রাজ্য সবাইকে একযোগে কাজ করতে হবে।”

Advertisement

উত্তরবঙ্গে ভয়ংকর এই বিপর্যয়ে বহু মানুষের মৃত্যু হয়েছে। এই অবস্থায় আজ সোমবারই উত্তরবঙ্গ যান রাজ্যপাল সিভি আনন্দ বোস। এদিন দুপুরেই বাগডোগরা বিমানবন্দরে তিনি পৌঁছন। এরপর দার্জিলিংয়ের ধস বিধ্বস্ত দুধিয়া পরিদর্শন করলেন। সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন। পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি। রাজভবনে খোলা হয়েছে ‘পিস রুম’। সেখান থেকে উত্তরবঙ্গের পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। শুধু তাই নয়, দুর্গতদের দ্রুত সাহায্য পৌঁছে দিতে খোলা হয়েছে বিশেষ র‍্যাপিড অ্যাকশন সেলও। রাজভবন সূত্রে খবর, এই সেল ২৪ ঘণ্টা কাজ করবে। যে কোনও প্রয়োজনে কিংবা সাহায্য চেয়ে দুর্গত এলাকা থেকে মানুষ র‍্যাপিড অ্যাকশন সেলে যোগাযোগ করতে পারবেন। ইতিমধ্যে যোগাযোগের একটি নম্বর এবং ইমেলও রাজভবনের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে। নম্বর এবং ইমেল আইডিটি হল – ০৩৩–২২০০১৬৪১ এবং [email protected]

অন্যদিকে, মিরিকের ধস কবলিত এলাকা পরিদর্শন করেন জিটিএ চেয়ারম্যান অনিত থাপা ও সাংসদ রাজু বিস্তা। ওই এলাকায় গিয়েই ভেঙে পড়েন অনিত। এই দুর্যোগকে জাতীয় বিপর্যয় ঘোষণা করার দাবি তোলেন সাংসদ রাজু বিস্তা। দুধিয়ায় ভাঙা সেতু দেখার পাশাপাশি এলাকার মানুষের সঙ্গেও কথা বলেন। অনিত থাপা বলেন, “মিরিকে একই পরিবারের চারজন মারা গিয়েছেন। এটা অত্যন্ত বেদনাদায়ক ঘটনা। আমি চাই না আর কেউ কষ্ট পাক। সকলকে ত্রাণ শিবিরে নিয়ে যাওয়া হবে।” দার্জিলিং সাংসদ রাজু বিস্তাও মিরিক হাসপাতালে পৌঁছে আহতদের দেখেছেন। তিনি বলেন, “আমি এই দুর্যোগ নিয়ে কেন্দ্রকে রিপোর্ট জমা দিয়েছি।”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ