রাজা দাস, বালুরঘাট: নাম ঘোষণার আগেই বালুরঘাট লোকসভায় বাম প্রার্থী হিসেবে রণেন বর্মনের নামে দেওয়াল লিখন শুরু হল রবিবার। বিজেপি ও তৃণমূলের থেকে এক ধাপ আগেই প্রচারে নামল বালুরঘাটের লাল শিবির। রণেন বর্মনকেই এবারে এই কেন্দ্রে বামেরা প্রার্থী করছে বলে কয়েকদিন আগেই খবর সামনে আসে। অবশেষে সেই জল্পনা আরো একধাপ এগিয়ে গেল রবিবার রণেনের নাম দেওয়াল লিখন শুরুতে।
এদিন জেলা সদর বালুরঘাটের বিভিন্ন দেওয়ালে রণেন বর্মনের নাম দিয়ে প্রচারে নেমে পড়েছে বামেরা। ভূমিপুত্র নাকি বহিরাগত প্রার্থী এই প্রশ্নতেই জেলা তৃণমূল ও বিজেপি জেরবার। প্রার্থী নিয়ে তৃণমূলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে চলে এসেছে। পাশাপাশি পছন্দের প্রার্থী নিয়ে বিজেপিতেও চাপা দ্বন্দ্ব দেখা দিয়েছে। প্রার্থী নিয়ে কিন্তু বামফ্রন্ট অনেকটাই এগিয়ে দক্ষিণ দিনাজপুরে। দলের তফসিলি মুখ তথা চারবারের প্রাক্তন সাংসদ রণেন বর্মনকে এবারে প্রার্থী করা হতে পারে বলে ধরে নিয়ে প্রচার শুরু করে দেওয়া হয়েছে।
[ পরপর মেয়ে হওয়ায় সদ্যোজাতকে ‘বিক্রি’! বধূর অস্বাভাবিক মৃত্যুতে ফাঁস চাঞ্চল্যকর তথ্য ]
সম্প্রতি জেলা আরএসপির তরফে এক সভায় রণেনবাবুকে প্রার্থী হিসেবে ঠিক করা হয়। পরে দলের রাজ্য কমিটির মাধ্যমে বামফ্রন্টের চেয়ারম্যানের কাছে এই নাম পৌঁছে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। স্বাভাবিকভাবেই রণেনবাবুই যে বালুরঘাট আসনে প্রার্থী হচ্ছেন তা কার্যত ধরেই নিয়েছে বাম সমর্থকরা। এবারে এই আসনে বিজেপি, তৃণমূলের পাশাপাশি বাম ও কংগ্রেস জোটের ত্রিমুখী লড়াই দেখবে দক্ষিণ দিনাজপুর। এই লড়াইয়ে শেষ পর্যন্ত কে এগিয়ে থাকবে তা বলা সম্ভব না হলেও, প্রচারে তৃণমূল ও বিজেপির চেয়ে বামেরাই এগিয়ে রইল। ১৯৯৬, ১৯৯৮, ১৯৯৯ এবং ২০০৪ সালে বালুরঘাট আসন থেকে জয়লাভ করে বামেদের এই প্রার্থী।
[ বেতন বৃদ্ধির আশায় মুখ্যমন্ত্রীর দ্বারস্থ পঞ্চায়েতের ডেটা এন্ট্রি অপারেটররা ]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.