বাবুল হক, মালদহ: সদ্য তৃণমূলে যোগ দেওয়া মৌসম বেনজির নূরের সংবর্ধনা সভা মঞ্চ ভেঙে দেওয়ার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মালদহের হবিবপুর থানার বুলবুলচন্ডি এলাকায়। হবিবপুর থানায় অভিযোগ দায়ের করেছে জেলা তৃণমূল নেতৃত্ব।
মৌসম বেনজির নূর তৃণমূলে যোগ দিয়েছেন চলতি মাসেই৷ তারপর থেকেই মালদহ জেলার বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে মৌসমের সংবর্ধনা অনুষ্ঠান। বুধবার হবিবপুর থানা এলাকায় মৌসম নূরের সংবর্ধনার আয়োজন করে হবিবপুর ব্লক তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার রাতেই মঞ্চ তৈরির কাজ শেষ করে ফেলা হয়। বুধবার সকালে ব্লক তৃণমূল নেতৃত্ব সংবর্ধনা মঞ্চের সামনে গিয়ে অবাক হয়ে যান৷ তাঁরা দেখেন ভেঙে দেওয়া হয়েছে গোটা মঞ্চই৷ এ খবর রটতে বেশীক্ষণ সময় লাগেনি৷ খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসেন দলেরই অন্যান্য নেতাকর্মীরা। দলীয় নেতৃত্বের অভিযোগ, মঞ্চ ভাঙার নেপথ্যে রয়েছে বিজেপি৷ তারাই রাতের অন্ধকারে মঞ্চ ভেঙে ফেলেছে বলেও অভিযোগ তৃণমূলের৷ ঘটনায় হবিবপুর থানায় অভিযোগ দায়ের করেছে দলীয় নেতৃত্ব৷
যদিও অভিযোগ অস্বীকার করেছে গেরুয়া শিবির৷ তাদের পালটা দাবি, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই মঞ্চ ভাঙচুরের মতো ঘটনা ঘটেছে৷ মঞ্চ ভাঙচুরের পাশাপাশি হবিবপুরে তৃণমূল কর্মীদের মারধরের অভিযোগও উঠেছে৷ এই প্রসঙ্গে বিজেপির দাবি, এলাকার দখল নিচ্ছে সদ্য কংগ্রেস থেকে তৃণমূলে আসা মৌসম বেনজির নূরের অনুগামীরা। তৃণমূল কংগ্রেস কর্মীরা তাদের এলাকা নিজেদের দখলে রাখতে মৌসমকে হবিবপুরে ঢুকতে দিতে চাইছে না৷ তাই ওই মঞ্চ ভেঙে মৌসম অনুগামীদের পালটা মারধর করেন তৃণমূল কর্মীরাই। এখান থেকেই পরিষ্কার যে মঞ্চ ভাঙচুরের ঘটনার সঙ্গে বিজেপির কোনও যোগাযোগ নেই৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.