নন্দন দত্ত, সিউড়ি: জমি বিবাদের জেরে প্রতিবেশীকে বেধড়ক মারধরের অভিযোগ। কাঠগড়ায় ভারতীয় ক্রিকেটার মহম্মদ শামির প্রাক্তন স্ত্রী হাসিন জাহান। সোশাল মিডিয়ায় ভাইরাল ঘটনার ভিডিও। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল।
হাসিন জাহানের প্রথম পক্ষের মেয়ে আরশি জাহানের সিউড়ির ৫ নম্বর ওয়ার্ডের সোনাতোড় এলাকায় জমি রয়েছে। অভিযোগ, ওই জমি আত্মসাতের চেষ্টা করছেন প্রতিবেশী গুড্ডু বিবি। তা নিয়ে হাসিন জাহানের সঙ্গে তাঁর অশান্তি। অবশ্য এই অভিযোগ প্রায় বছরখানেক পুরনো। জমি মাপজোকের পর শুক্রবার সেখানে নির্মাণ কাজ শুরু হয়। তার জেরে অশান্তি মাথাচাড়া দেয়। প্রতিবেশীকে হাসিন জাহান মারধর শুরু করে বলে অভিযোগ। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, ওই মহিলাকে বেধড়ক মারধর করছেন হাসিন জাহান। ওই মহিলা মাথায় আঘাত পেয়েছেন। তাঁকে সিউড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। যদিও এ বিষয়ে হাসিনের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এই ঘটনা নিয়ে সিউড়ির ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কাজী ফরজুদ্দিন বলেন, “আমার মনে হয় হাসিন জাহানের মাথা খারাপ হয়ে গিয়েছে। নইলে এমন পাগলামি কেউ করে? মা, বাবা, বোনের নামে কেস করে। শামির নামে কেস করে। প্রথম বিয়েটা আমার বাড়ির নিচে হয়। বিচ্ছেদও হয়। একসময় ও আমার বাড়িতে আশ্রিতা হিসাবে ছিল। ও পাড়ায় বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে। সুস্থ পরিবেশকে নষ্ট করছে। আমার মনে হয় ও কেস করতে ভালোবাসে। প্রচারের আলোয় থাকতে মনে হয় এসব করে।” স্থানীয় বাসিন্দারা হাসিন জাহানের বিরুদ্ধে গণস্বাক্ষর করে ডেপুটেশন জমা দিয়েছে। হাসিন জাহানের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.