Advertisement
Advertisement
ব্যাগ

টোটোয় ফেলে আসা গয়না প্রাপ্তি যাত্রীর! নজর কাড়ল চালকের সততা

সাধারণ কর্তব্য, সততার প্রশংসা পাশ কাটিয়ে প্রতিক্রিয়া চালকের৷

Honest toto puller returns bag with gold and cash in Katwa area.
Published by: Tiyasha Sarkar
  • Posted:June 13, 2019 9:38 pm
  • Updated:June 13, 2019 9:38 pm   

ধীমান রায়, কাটোয়া: মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠলেন কাটোয়ার এক টোটোচালক। তাঁর সহযোগিতায় টাকা ও গয়নার ব্যাগ ফিরে পেলেন এক মহিলা যাত্রী। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে কাটোয়ায়। বাস ধরার তাড়ায় টোটোতেই গয়না ও টাকার ব্যাগ ফেলে গিয়েছিলেন  সুমতিদেবী। 

Advertisement

[আরও পড়ুন: বামের ভোট রামে! পুরুলিয়ায় ‘গদ্দার’-দের চিহ্নিত করে বহিষ্কার সিপিএমের]

বাসে বেশ কিছুটা পথ যাওয়ার পর সুমতিদেবীর মনে পড়ে ব্যাগের কথা। যোগাযোগ করেন টোটোচালক সংগঠনের অফিসে।সুমতিদেবী সেখানে পৌঁছাতেই দেখেন, তাঁর ব্যাগটি জমা রেখে গিয়েছেন কাটোয়ার বাসিন্দা মালিকুল শেখ নামে ওই টোটো চালক। এরপরই ডেকে পাঠানো হয় মালিকুলকে। তিনিই ব্যাগটি সুমতিদেবীর হাতে তুলে দেন। মালিকুল শেখের আচরণে মুগ্ধ সুমতিদেবী। প্রশংসা করছেন এলাকার বাসিন্দারাও।

বর্ধমানের খরমুপুরের বাসিন্দা সুমতি হাজরার মেয়ে রিম্পা। কাটোয়ার ঘুটকেপাড়ায় রিয়ে হয়েছে তাঁর। এদিন সকালে ছেলেকে নিয়ে মেয়ের বাড়িতেই গিয়েছিলেন সুমতিদেবী। মেয়ের বাড়ি থেকে ঘুরে কাটোয়া রেলগেটে যাওয়ার জন্য টোটোয় উঠেছিলেন তিনি। সুমতিদেবী বলেন, “বাসে ওঠার পর টিকিট কাটতে গিয়ে দেখি ব্যাগ নেই। বুঝতে পারি টোটোতেই ফেলে এসেছি। সঙ্গে সঙ্গে নেমে পড়ি। স্থানীয় একজন টোটোচালকে বিষয়টি জানাই। তাঁর পরামর্শেই ইউনিয়ন অফিসে যাই।”

[আরও পড়ুন: সম্পর্কের টানাপোড়েনে আত্মঘাতী কিশোরী, প্রেমিকের বাড়িতে তাণ্ডব পরিজনদের]

কাটোয়া টোটোচালক সংগঠনের সভাপতি রঞ্জিত চট্টোপাধায় বলেন, “ওই মহিলা আমার কাছে আসার আগেই মালিকুল শেখ নামে টোটো চালক তাঁর ব্যাগটি জমা দিয়ে গিয়েছিলেন। সুমতিদেবীরা আসার পর মালিকুলকে ডেকে পাঠাই।মালিকুল এসে জানান, ওই যাত্রীরাই তাঁর টোটো ভাড়া করেছিলেন। তারপর মালিকুলের হাত দিয়েই ব্যাগটি ফেরত দেওয়া হয়েছে।” হারানো জিনিস ফিরে পেয়ে উচ্ছ্বসিত সুমতিদেবী। মালিকুলের সততার পরিচয় পেয়ে তাঁর প্রশংসায় মেতে ওঠেন সুমতিদেবীরা৷ কিন্তু ব্যাগ ফিরিয়ে দেওয়াটা সাধারণ কর্তব্য বলেই মনে করছেন চালক মালিকুল শেখ। তাই এর আলাদা কোনও কৃতিত্ব নিতে চান না৷ 

ছবি: জয়ন্ত দাস।

[আরও পড়ুন: ফের চিকিৎসায় গাফিলতির অভিযোগ, কাকদ্বীপে ডাক্তারের উপর চড়াও রোগীর আত্মীয়রা]

 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ