Advertisement
Advertisement

Breaking News

Hooghly

ভিনরাজ্যে বাঙালিদের উপর ‘অত্যাচার’, প্রতিবাদে হুগলিতে মিছিল তৃণমূলের

অসিত মজুমদার বলেন, 'যাঁরা বাংলায় কথা বলেন তাঁদেরই রোহিঙ্গা বলে ডিটেনশন ক্যাম্পে ঢুকিয়ে দেওয়া হচ্ছে।'

Hooghly chinsurah MLA rally against attrocity on bengali people in other states

নিজস্ব ছবি

Published by: Anustup Roy Barman
  • Posted:September 6, 2025 4:16 pm
  • Updated:September 6, 2025 4:49 pm  

সুমন করাতি, হুগলি: ভিনরাজ্যে বাঙলাভাষীদের উপর অত্যাচারের প্রতিবাদে অভিনব পদযাত্রা করেছে তৃণমূল। স্থানীয় নেতা এবং তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের নেতৃত্বে এই পদযাত্রায় অংশ নেন বহু মানুষ। মিছিল থেকে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিয়েছে তৃণমূল।

Advertisement

পোলবার সুগন্ধা গোটু ফুটবল মাঠ থেকে শুরু করে প্রায় পাঁচ কিলোমিটার লম্বা এই পদযাত্রা শেষ হয় খাদিনা মোড়ে। চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের নেতৃত্বে পদযাত্রায় অংশ নেন সুগন্ধা, পোলবা, রাজহাট, দেবান্দপুর, ব্যান্ডেল গ্রাম পঞ্চায়েত এবং হুগলি চুঁচুড়া পুরসভার তৃণমূল কর্মী-সমর্থকরা। প্রতিবাদী এই পদযাত্রা থেকে সর্বধর্ম সমন্বয়ের ছবি তুলে ধরা হয়। বিভিন্ন ধর্মের পোশাক পরে যোগ দেন বহু মানুষ। তাঁদের গলায় ঝোলানো ছিল ‘এসআইআর চাই না’ লেখা প্ল্যাকার্ড।

বিধায়ক অসিত মজুমদার বলেন, “যারা বাংলায় কথা বলে তাদেরকেই রোহিঙ্গা বলে ডিটেনশন ক্যাম্পে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। বিজেপিশাসিত রাজ্যে বাংলা ভাষা এবং বাঙালির উপর অত্যাচার হচ্ছে। সব সম্প্রদায়ের মানুষ যাঁরা বাংলায় জন্মেছেন তাঁরা বাংলাতেই কথা বলেন। এই মানুষগুলি যখন অন্য রাজ্যে কাজ করতে যাচ্ছেন, তখন তাঁদেরকে বিদেশি-রোহিঙ্গা বলে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাচ্ছে। আমরা এর বিরুদ্ধে। যাঁদের আধার কার্ড আছে, ভোটার কার্ড আছে, বাংলায় বসবাস করেন এবং দেশের নাগরিক, তাঁদেরকে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাওয়া যাবে না।”

বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের বার্তা দিয়ে বিধায়ক বলেন, “বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এঁদের পাশে আছে। তাই আমরা আজকে বিজেপির বিরুদ্ধে লড়াই করছি। বিজেপি সরকার পরিযায়ী শ্রমিকদের অত্যাচার করছে।” মিছিল থেকে উঠে আসে বিধানসভায় বিজেপির বিক্ষভের প্রসঙ্গ। অসিত মজুমদার বলেন, “আপনারা দেখেছেন ৪ তারিখ কী হয়েছে বিধানসভায়। মুখ্যমন্ত্রীকে বাকরুদ্ধ করতে চাইছে বিজেপি। এটা করা যাবে না। এর প্রতিবাদে আমরা কালো ব্যাজ পরেছি।” কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে তোপ দেগে অসিত বলেন, “আমরা কেন্দ্রীয় সরকারকে ধিক্কার জানাই। ফরেনার্স অ্যাক্টেরও বিরুদ্ধে আমরা। ভারত সবার জন্য। ভারতে এই বিল গ্রহণযোগ্য নয়।”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement