Advertisement
Advertisement
Hooghly

নাবালিকাকে ‘যৌন নির্যাতন’, প্রৌঢ়কে নেড়া করে যৌনাঙ্গে বিছুটি দিল উত্তেজিত জনতা!

অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Hooghly man allegedly beaten up by mob

প্রতীকী ছবি

Published by: Tiyasha Sarkar
  • Posted:September 11, 2025 6:35 pm
  • Updated:September 11, 2025 6:35 pm   

সুমন করাতি, হুগলি: নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ। প্রৌঢ়কে হাতেনাতে ধরামাত্রই নেড়া করে যৌনাঙ্গে বিছুটি পাতা লাগিয়ে দিল স্থানীয় তৃণমূল ও বিজেপি নেতা-সহ উত্তেজিত জনতা। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল হুগলির গোঘাটের কামারপুরে। নির্যাতিতার মায়ের অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Advertisement

জানা গিয়েছে, অভিযুক্তের নাম অশোক নন্দী। বুধবার সন্ধ্যায় গোঘাটের কামারপুকুরে সে এক নাবালিকার শ্লীলতাহানি করে বলে অভিযোগ। বিষয়টা নজরে পড়তেই কয়েকজন তেড়ে যায়। পালানোর পথ পায়নি অভিযুক্ত। পঞ্চায়েত সমিতির তৃণমূল সদস্য বাহার আলি ও বিজেপির গোঘাট যুবমোর্চার প্রাক্তন সভাপতি তানসার আলি-সহ স্থানীয়রা বেধড়ক মারধর করে অশোককে। তাকে নেড়া করে দেওয়া হয়। এরপর যৌনাঙ্গে বিছুটি পাতা লাগিয়ে দেওয়া হয় বলে খবর। তুমুল উত্তেজনা ছড়ায় এলাকায়। বিষয়টা জানামাত্রই ছুটে যায় পুলিশ।

উত্তেজিত জনতার হাত থেকে কোনওক্রমে অভিযুক্তকে উদ্ধার করে পুলিশ। এরপরই অশোকের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেন নিগৃহীতার মা। সেই অভিযোগের ভিত্তিতেই গ্রেপ্তার করা হয়েছে প্রৌঢ়কে। তার কঠোরতম শাস্তির দাবি জানিয়েছেন সকলে। তবে এভাবে আইন হাতে তুলে না নেওয়ার পরামর্শই দিয়েছেন পুলিশ আধিকারিকরা।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ