Advertisement
Advertisement
Hooghly

স্ত্রীকে ‘খুন’ করে আত্মসমর্পণ প্রাক্তন পুরকর্মীর, নেপথ্যে ঋণের বোঝা?

দিদিকে প্রণাম করে বাড়ি থেকে বেরিয়ে সটান থানায় হাজির 'গুণধর'।

Hooghly man allegedly killed his wife

প্রতীকী ছবি

Published by: Tiyasha Sarkar
  • Posted:August 20, 2025 12:07 pm
  • Updated:August 20, 2025 12:52 pm   

সুমন করাতি, হুগলি:  স্ত্রীকে খুন করে থানায় গিয়ে আত্মসমর্পণ প্রাক্তন পুরকর্মীর। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল হুগলির কোন্নগরে। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, দেনায় জর্জরিত হয়ে গিয়েছিলেন ওই ব্যক্তি। তা নিয়ে দাম্পত্যকলহ লেগেই ছিল। কিন্তু সেই কারণেই কী এই চরম সিদ্ধান্ত? নাকি নেপথ্যে অন্য কোনও রহস্য, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কোন্নগর পুরসভার প্রাক্তন কর্মী অশোক চট্টোপাধ্যায়। তাঁর স্ত্রী সবিতা চট্টোপাধ্যায়,  দিদি ও পরিবারের সদস্যদের সঙ্গে কোন্ননগরের বাড়িতে থাকতেন ওই ব্যক্তি। সূত্রের খবর, বর্তমানে কোনও কাজ করতেন না অশোক। বাজারে প্রচুর টাকা ধার হয়ে গিয়েছিল তাঁর। তা নিয়ে দাম্পত্যকলহ লেগেই ছিল। মঙ্গলবার রাতেও তাঁদের মধ্যে অশান্তি হয় বলে খবর। এরপর বুধবার সকালে দিদিকে প্রণাম করে বাড়ি থেকে বের হন অশোক। এরপর ছোড়দিকে ফোন করে নাকি তিনি জানান স্ত্রীকে খুন করেছেন।

এরপর সটান থানায় হাজির হন অশোক, আত্মসমর্পণ করেন। এদিকে অভিযুক্তের দিদি কাউন্সিলরদের বিষয়টা জানান। স্থানীয় ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বরূপ চক্রবর্তীর উপস্থিতিতে উত্তরপাড়া থানার পুলিশ গিয়ে দরজার তালা ভেঙে মৃতদেহ উদ্ধার করে। গ্রেপ্তার করা হয়েছে অশোককে। কিন্তু কেন এই খুন? দেনা নিয়ে অশান্তিই কারণ, নাকি নেপথ্যে লুকিয়ে অন্য রহস্য? জানার চেষ্টায় পুলিশ।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ