সুমন করাতি, হুগলি: মুম্বইয়ের যোগাশ্রমে গিয়ে চুঁচুড়ার তরুণীর রহস্যমৃত্যু। বাঁধের জলে তলিয়ে তাঁর মৃত্যু হয়েছে বলে খবর। মৃত্যু সংবাদ পাওয়ামাত্রই মুম্বই রওনা হয়েছে পরিবারের সদস্যরা। কিন্তু কীভাবে বাঁধের জলে পড়লেন তিনি? এই প্রশ্ন তুলেছেন পরিবারের সদস্যরা। পর্যাপ্ত তদন্তের দাবিতে সরব হয়েছেন তাঁরা।
জানা গিয়েছে, মৃতার নাম সঙ্গীতা চক্রবর্তী। তিনি হুগলির চুঁচুড়ার কারবালার বাসিন্দা ছিলেন। একটি বেসরকারি সংস্থায় কর্মরত ছিলেন তিনি। পাশাপাশি গান-বাজনাও করতেন। সম্প্রতি মুম্বইয়ের যোগাশ্রমে গিয়েছিলেন তিনি। সেখান থেকেই চুঁচুড়ার বাড়িতে আসে তরুণীর মৃত্যু সংবাদ। মুম্বই থেকে জানানো হয়েছে, বাঁধের জলে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে তরুণীর। খবর পাওয়ামাত্রই মুম্বইয়ের উদ্দেশে রওনা দিয়েছেন মৃতার বাবা। এদিকে তরুণীর মা এখনও জানেনই না মেয়ের পরিণতির কথা।
এবিষয়ে চুঁচুড়া পুরসভার স্থানীয় কাউন্সিলর ইন্দ্রজিৎ দত্ত বলেন, “আমাদের পাড়ার মেয়ে সঙ্গীতা। ও খুব ভালো গান করত। আমাদের পাড়ার বিভিন্ন অনুষ্ঠানেও অংশগ্রহণ করত। শুনেছি মুম্বইতে একটি যোগাআশ্রমে গিয়েছিল। মুম্বইতে ওদের আত্মীয়ও রয়েছে। আজ খবরটা শুনলাম, খুবই মর্মান্তিক এই ঘটনা। বাঁধের জলে পরে মৃত্যু হয়েছে বলে শুনেছি। কীভাবে এই ঘটনা ঘটল, তার সঠিক তদন্ত হোক।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.