Advertisement
Advertisement
Pathar Pratima

পাথরপ্রতিমায় ভয়াবহ বাইক দুর্ঘটনা, মৃত ৩

আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন এক।

Horrific bike accident at Pathar Pratima 3 dead

দুর্ঘটনার কবলে পরা বাইক।

Published by: Subhankar Patra
  • Posted:June 28, 2025 11:06 am
  • Updated:June 28, 2025 11:13 am  

সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: শনিবার ভোররাতে ভয়াবহ পথ দুর্ঘটনা পাথরপ্রতিমায়। বাইক দুর্ঘটনায় মৃত তিন। গুরুতর আহত ১। তাঁকে ডায়মন্ড হারবার হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। ঘটনায় তীব্র চাঞ্চল্য এলাকায়।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদের নাম সুব্রত মণ্ডল (২৪), দীপঙ্কর মণ্ডল (১৯) ও মোস্তাকিন (৩২)। এবং আহত যুবকের নাম সঞ্জয় মণ্ডল (১৯)। তাঁরা প্রত্যেকেই উত্তর ২৪ পরগনার বসিরহাট থানার রাঘবপুর এলাকার বাসিন্দা। পাথরপ্রতিমায় ঠিকাদারের অধীনে গভীর নলকূপ বসানোর কাজে এসেছিলেন। কাজ শেষে রথের মেলা দেখে বাড়ি ফিরছিলেন। সেই সময় দুর্ঘটনা।

শনিবার সকাল থেকেই বৃষ্টি চলছে পাথরপ্রতিমায়। এমনাবস্থায় রামগঙ্গা গ্রাম পঞ্চায়েতের অর্জুন মোড় এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘনার মুখে পড়ে বাইক। শিকার হন চারজন। স্থানীয়রা মোটরসাইকেলটিকে উলটে যেতে দেখেন। অভিঘাতে চারজন রাস্তায় ছিটকে পড়েন। রাস্তার ধারে থাকা নর্দমায় গিয়ে পড়েন আরোহীরা।

প্রচণ্ড বিকটশব্দ শুনে আসেন স্থানীয়রা। দেখেন চারজনই সেই নর্দমাতে পড়ে রয়েছেন। তিনজনকে মৃত ও একজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করেন স্থানীয়রা। খবর যায় পাথরপ্রতিমা থানায়। পুলিশ আহত সঞ্জয়কে গদামথুরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ডায়মন্ডহারবার মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। সেখানেই চিকিৎসাধীন তিনি।

আহত যুবকের ভাই জানান, বসিরহাট থেকে দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমায় ঠিকাদারের অধীনে গভীর নলকূপ বসানোর কাজে এসেছিলেন তাঁরা। তাঁর কথায়, “ঢোলাহাট থানার যশোদা মোড়ে ওই গভীর নলকূপ বসানোর কাজ চলছিল। শুক্রবার রাতে চারজন একটি মোটরসাইকেলে রথ দেখতে বের হন। রথ দেখে গভীর রাতে ফেরার সময়ই এই দুর্ঘটনা।” ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement