Advertisement
Advertisement
Digha

রথে আইন ভেঙে চড়া ভাড়া চাইছে দিঘার হোটেল? বাতিল হতে পারে লাইসেন্স!

কড়া নির্দেশ জেলা প্রশাসনের।

Hotel license in Digha may be revoked if it charges excessive rent
Published by: Suhrid Das
  • Posted:June 25, 2025 11:10 am
  • Updated:June 25, 2025 11:12 am   

রঞ্জন মহাপাত্র, কাঁথি: দিঘায় রথযাত্রা উপলক্ষে পর্যটক, ভক্তদের ভিড় ক্রমশ বাড়ছে। কয়েক গুণ বেশি হোটেল ভাড়া নেওয়া অভিযোগও উঠেছে। এই পরিস্থিতিতে কড়া পদক্ষেপ করল পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন ও দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদ। অবিলম্বে সব হোটেল মালিকদের ভাড়ার তালিকা ঝোলাতে হবে। যে কোনও অভিযোগ প্রমাণিত হলে হোটেল কর্তৃপক্ষ শাস্তির মুখে পড়তে পারে। ১ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে বলেও জানানো হয়েছে। বাতিল হতে পারে লাইসেন্স! 

Advertisement

এই বিষয়ে সোমবার দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদের সভাকক্ষে নিউ দিঘা ও ওল্ড দিঘার হোটেল সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন জেলাশাসক পূর্ণেন্দু মাজী। সেখানেই একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভাড়ার তালিকা হোটেলগুলি না ঝোলালে কড়া ব্যবস্থা নেওয়ার কথা জেলাশাসক পরিষ্কার বার্তা দিয়েছেন। এই বিষয়ে সংগঠনগুলির পক্ষ থেকে দু’দিন সময় চাওয়া হয়েছে। তার মধ্যে ভাড়ার তালিকা ঝোলানো হবে বলেও হোটেল সংগঠনের প্রতিনিধিরা আশ্বাস দিয়েছেন। দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদ পর্যটকপিছু ১০ টাকা করে পর্যটন কর নিয়ে থাকে। হোটেল কর্তৃপক্ষ সেই টাকা অনলাইনে জমা করেন। অভিযোগ, কোনও কোনও হোটেল পর্যটকদের মাথাপিছু সেই টাকা সংগ্রহ করেও জমা করছেন না। এসব অভিযোগ প্রমাণ হলে সেসব হোটেল কর্তৃপক্ষের বিরুদ্ধে কড়া ব্যবস্থার কথাও বৈঠকে জানানো হয়েছে।

জেলাশাসক পূর্ণেন্দু মাজী বলেন, “পর্যটকদের যাতে কোনও সমস্যা না হয়, তার চেষ্টা করা হচ্ছে। প্রশাসনের নির্দেশ না মানলে, বেশি ভাড়া নেওয়ার অভিযোগ যে হোটেলের বিরুদ্ধে উঠবে, আমরা তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করব।” তিনি আরও জানিয়েছেন, হোটেল বেশি ভাড়া নিলে, অনলাইনে পর্যটকদের নথি জমা না করলে এবং দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদের নির্ধারিত পর্যটন শুল্ক ১০ টাকা জমা না করলে ব্যবস্থা করা হবে। অর্থাৎ হোটেলের বিরুদ্ধে কোনওরকম অভিযোগ এলে তা খতিয়ে দেখা হবে। প্রমাণিত হলে একলক্ষ টাকা পর্যন্ত জরিমানা করা হতে পারে। দিঘা-শঙ্করপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক বিপ্রদাস চক্রবর্তী বলেন, “প্রায় হোটেলে ভাড়ার তালিকা রিসেপশনে ঝোলানো হয়েছে। ২০ শতাংশ হোটেলে বাকি রয়েছে। জেলাশাসক দ্রুত সমস্ত হোটেলে ভাড়ার তালিকা ঝোলানোর নির্দেশ দিয়েছেন। আমরা এই দু’দিন সময় চেয়েছি। তার মধ্যে সমস্ত হোটেলে ভাড়ার তালিকা ঝোলানো হয়ে যাবে।”

দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধন হওয়ার পর থেকেই বিপুল পর্যটক সমাগম হচ্ছে। সপ্তাহান্তে হোটেলগুলিতে তিল ধারণের জায়গাও থাকে না বলে খবর। এর মধ্যেই অভিযোগ উঠেছে, হোটেলের ঘরভাড়া কয়েকগুণ বাড়িয়ে দেওয়া হচ্ছে। রথযাত্রা উপলক্ষ্যে বহু হোটেলের ঘরভাড়া চড়চড় করে বাড়ছে বলে অভিযোগ। রথযাত্রায় বিপুল সমাগম হবে পর্যটক, ভক্তদের। পর্যটকদের জন্য এবার কড়া পদক্ষেপ গ্রহণ করা হল।

 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ