Advertisement
Advertisement

স্বামী থাকেন বিদেশে, গৃহবধূকে ব্ল্যাকমেল করে ধর্ষণের অভিযোগ

অভিযুক্ত কৃষ্ণনগরের পুরকর্মী স্বপন সাহা৷

Housewife raped in Krsihnanagar

ছবিটি প্রতীকী

Published by: Sayani Sen
  • Posted:December 22, 2018 9:59 am
  • Updated:December 22, 2018 9:59 am   

বিপ্লবচন্দ্র দত্ত, কৃষ্ণনগর: নেশার ওষুধ মিশিয়ে দীর্ঘদিন ধরে ধর্ষণ ও ছবি তুলে পরে ব্ল্যাকমেলের অভিযোগ করলেন এক বিবাহিতা। নদিয়ার হাঁসখালি থানার গৌরনগর গ্রামের ঘটনা। কর্মসূত্রে চার বছর ধরে বাইরে থাকেন স্বামী। এক সন্তানও আছে তাঁর। স্বামী না থাকার সুযোগে বাড়িতে এসে দিনের পর দিন ধর্ষণ করে কৃষ্ণনগর পুরসভার কর্মী স্বপন সাহার বিরুদ্ধে। কৃষ্ণনগর থানায় অভিযোগ দায়ের করেছেন মহিলা। তবে মহিলার অভিযোগের সত্যতাও খতিয়ে দেখছে পুলিশ।        

Advertisement

২০১৬ সালের জুলাই মাসে তাঁর ছেলে অসুস্থ হয়ে পড়ে৷ চিকিৎসার জন্য কৃষ্ণনগরে ডাক্তার দেখাতে গিয়েছিলেন। সেখানে পুরকর্মী স্বপন সাহার সঙ্গে পরিচয় হয়। গৃহবধূর অভিযোগ, “পরিচয়ের সুযোগ নিয়ে ওই ব্যক্তি আমার বাড়িতে আসে। ঠান্ডা পানীয়ের সঙ্গে নেশার সামগ্রী মিশিয়ে খাইয়ে বেহুঁশ করে ধর্ষণ করে। শুধু তাই নয়, আমার নগ্ন ছবি মোবাইলে তুলে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেওয়ার হুমকি দেয়। এবং হুমকি দিয়ে আমাকে একাধিকবার ধর্ষণ করে। কিন্তু আর আমি সহ্য না করতে পেরে বাধ্য হয়ে অভিযোগ দায়ের করেছি।”  শুক্রবার সন্ধে পর্যন্ত অভিযুক্তকে গ্রেপ্তার করা যায়নি।  লোকলজ্জার আশঙ্কায় চুপ করে অনেক কিছু মানিয়ে নেওয়ার চেষ্টা করেছিলেন। পরপুরুষকে দিনের পর দিন শারীরিক সম্পর্কে সঙ্গ দিয়েছেন ওই মহিলা। ধৈর্যের বাঁধ ভাঙার পর গতকাল পুলিশে দায়ের করলেন অভিযোগ। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ চালানো হবে। যাচাই করা হবে অভিযোগের সত্যতাও। 

[দুবরাজপুরে শুটআউট, গুলিবিদ্ধ তৃণমূল নেতার ছেলে]

স্বামী কর্মসূত্রে সৌদি আরবে থাকেন। সন্তানকে নিয়ে বাড়িতে একাই থাকেন। মহিলা জানান, “কী করব আমি? কিছু করার তো নেই। স্বামীকে ফোন করি। কথা হয়। আমার সন্তানের জন্য অনেক কষ্ট বুকে চেপে তো রাখতে হয়। মুখ বুজে অনেক কিছু সহ্য করেছি। ওই ব্যক্তি আমার অসহায় অবস্থার সুযোগ নিয়েছে। আমাকে লোকলজ্জার জন্য মুখ বুজে সইতে হয়েছে। কিন্তু আর পারলাম না। বাধ্য হয়েই পুলিশের কাছে অভিযোগ করেছি। আমি এর বিচার চাই ।”

[পরকীয়ায় বাধা, স্ত্রীর উপর অ্যাসিড হামলা স্বামীর]

 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ