Advertisement
Advertisement
Howrah

উৎসবের মরশুমে শহরে মাদক পাচারের চেষ্টা, কোনা এক্সপ্রেসওয়েতে গাঁজা-সহ গ্রেপ্তার ৩

প্রায় ৩৬ কেজি গাঁজা উদ্ধার হয় বলে জানানো হয়েছে।

Howrah city police arrest 3 with weed

নিজস্ব ছবি

Published by: Anustup Roy Barman
  • Posted:September 22, 2025 1:22 pm
  • Updated:September 22, 2025 1:22 pm   

অরিজিৎ গুপ্ত, হাওড়া: দেবীপক্ষের শুরুতেই একেরপর এক ঘটনায় চাঞ্চল্য ছড়াচ্ছে কলকাতায়।চারু মার্কেটের জিমে গুলি থেকে গার্ডেনরিচের যুবক খুন, অশান্তির আবহ মহানগরে। এর মাঝে উৎসবের মরশুমে সপ্তাহের প্রথমদিন মাদক-সহ নিয়ে ধরা পড়ল তিনজন। কোনা এক্সপ্রেসওয়ে থেকে গাঁজাবোঝাই গাড়ি-সহ তাদের গ্রেপ্তার করে পুলিশ।

Advertisement

জানা গিয়েছে, সোমবার সাতসকালেই কোনা এক্সপ্রেসওয়েতে গাঁজা সমেত ধরা পড়ে একটি গাড়ি। কোনা এক্সপ্রেসওয়ের হ্যাংস্যাং ক্রসিংয়ের কাছে নাকা চেকিংয়ের সময় গাড়িটি ধরা পড়ে পুলিশের জালে। তল্লাশির সময় সেখান থেকে প্রায় ৩৬ কেজি গাঁজা উদ্ধার হয় বলে জানানো হয়েছে। তিনটি স্যুটকেসে এই গাঁজা রাখা ছিল। এই সময় গাড়িতে ছিলেন এক মহিলা, গাড়ির চালক এবং আরও একজন। সকলকেই আটক করে পুলিশ।

থানায় আটক করে তিনজনকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে তদন্ত শুরু করেছে পুলিশ। তদন্তে ওই ধৃতরা জানিয়েছে, শিয়ালদহ থেকে গাঁজা বোঝাই গাড়িটি নিয়ে কোনা এক্সপ্রেসওয়ে ধরে হাওড়ার বাগনানের দিকে যাচ্ছিল তারা। সেই সময়েই পুলিশের জালে ধরা পড়ে। গাড়িটি আটক করার পরেই ঘটনাস্থলে আসে চ্যাটার্জিহাট থানার পুলিশ এবং ম্যাজিস্ট্রেট। পাশাপাশি, হাওড়া সিটি পুলিশের পদস্থ কর্তারাও পৌঁছান সেখানে।

ম্যাজিস্ট্রেটের সামনেই ওজন করা হয় ওই গাঁজা। এরপরে সেগুলি বাজেয়াপ্ত করা হয় এবং আটক করা হয় অভিযুক্ত তিনজনকে। এই তিনজনের আসল পরিচয় খতিয়ে দেখছে পুলিশ। কোথা থেকে এই গাঁজা নিয়ে আসছিল এবং কোথায় নিয়ে যাচ্ছিল সেই বিষয়ে খোঁজ শুরু করেছে পুলিশ। পাশাপাশি, এদের পিছনে বড় কোনও চক্র জড়িত কি না, তাও খতিয়ে দেখছে হাওড়া সিটি পুলিশ। ধৃত তিনজনের নাম রূপা প্রামাণিক, শেখ রাইসউদ্দিন ওরফে রকি এবং গাড়ি চালক রাজু বিশ্বাস।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ