অরিজিৎ গুপ্ত, হাওড়া: ঘরের ভিতর ঘুমন্ত শ্বশুর ও শাশুড়ির গায়ে কেরোসিন তেল ঢেলে পুড়িয়ে মারার অভিযোগে গ্রেপ্তার হয়েছিল জামাই। সাজা ঘোষণা হল তার। যাবজ্জীবন সাজা শোনাল হাওড়া আদালত। আজ, শুক্রবার হাওড়া আদালতের বিচারক সোমেশপ্রসাদ সিনহা এই সাজা ঘোষণা করেন। সরকার পক্ষের হয়ে এই মামলা লড়েন হাওড়া আদালতের মুখ্য সরকারি আইনজীবী সোমনাথ বন্দ্যোপাধ্যায় ও আইনজীবী পার্থসারথী সাঁতরা। সাজাপ্রাপ্ত ওই ব্যক্তির নাম গোষ্ঠ মণ্ডল।
জানা গিয়েছে, ঘটনাটি ২০২২ সালের ১২ জুলাই। গভীর রাতে জগৎবল্লভপুরের বাসিন্দা গোষ্ঠী মণ্ডল নামে ওই ব্যক্তি তাঁর শ্বশুর ও শাশুড়ির শোওয়ার ঘরে ঢুকেছিলেন। তাঁদের গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন লাগিয়ে দেওয়া হয়। তখন দু’জনেই ঘুমোচ্ছিলেন। জ্ঞান হতেই আর্তনাদ করতে থাকেন তাঁরা। গুরুতর জখম অবস্থায় শ্বশুর হারু হাজরা ও শাশুড়ি তিলকা হাজরাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
পুলিশ তদন্তে নেমে দু’জনেরই জবানবন্দি রেকর্ড করে পুলিশ। কিছুদিনের মধ্যে দু’জনেই হাসপাতালে মারা যান। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। জবানবন্দির ভিত্তিতেই জগৎবল্লভপুর থানা বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে গোষ্ঠকে গ্রেপ্তার করে। খুনের মামলা রজু করে পুলিশ। মামলা শুরু হয় হাওড়া আদালতে। অবশেষে যাবজ্জীবন সাজা হল দোষী ব্যক্তির। এই মামলায় আদালতে মোট ২৩ জন সাক্ষী দেন। জানা গিয়েছে, বিয়ের পর থেকেই গোষ্ঠ মণ্ডল তার স্ত্রী মালতির উপর অত্যাচার চালাত। মালতির সঙ্গে অন্য কারও বিবাহ বহির্ভূত সম্পর্ক আছে, এই সন্দেহে গোষ্ঠ প্রায়ই স্ত্রীকে মারধর করত। এমনকী প্রায়দিনই মদ্যপান করে মালতির বাবা-মাকে মারধর করে, বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার হুমকি দিত! ঘটনার ৫ দিন আগেও জামাই শ্বশুর ও শাশুড়িকে রাস্তার মধ্যে মারধর করে ও পুড়িয়ে মারার হুমকি দিয়েছিল!
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.