Advertisement
Advertisement
Basirhat

বিপুল বাংলাদেশি টাকা ও ভারতীয় জাল নোট উদ্ধার বসিরহাটে, সুন্দরবনকে রুট করছে পাচারকারীরা?

ধৃত দু'জনকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করবেন তদন্তকারীরা।

Huge amount of Bangladeshi money and fake Indian notes seized in Basirhat

আদালতে নিয়ে যাওয়া হচ্ছে পাচারকারীকে। নিজস্ব চিত্র

Published by: Suhrid Das
  • Posted:August 4, 2025 5:07 pm
  • Updated:August 4, 2025 5:07 pm  

গোবিন্দ রায়, বসিরহাট: একের পর এক জাল টাকা উদ্ধার হচ্ছে উত্তর ২৪ পরগনার বসিরহাট, সুন্দরবন এলাকায়। এবার ২০ হাজার টাকার জাল নোট উদ্ধার করল হাড়োয়া থানার পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে এক ব্যক্তিকে। এছাড়াও বসিরহাটের ঘোজাডাঙা সীমান্ত এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে এক বাংলাদেশি অনুপ্রবেশকারী। তাঁর থেকে সাড়ে ছয় লক্ষ বাংলাদেশি টাকা উদ্ধার হয়েছে। জাল নোট পাচারচক্রের রুট কি এখন উত্তর ২৪ পরগনার সুন্দরবন সীমান্ত এলাকা? আইএসআই, বাংলাদেশি জঙ্গি সংগঠন কি এদেশে সীমান্ত দিয়ে জাল টাকা ঢোকাচ্ছে? সেই প্রশ্নও উঠেছে ওয়াকিবহাল মহলে।

Advertisement

অতি সম্প্রতি সন্দেশখালির একটি হোটেলে অভিযান চালিয়ে ১০ কোটি টাকার জাল নোট উদ্ধার হয়েছিল। সেই ঘটনায় একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। দিন কয়েক আগে হিঙ্গলগঞ্জ এলাকা থেকে জাল টাকা উদ্ধার হয়েছিল। তদন্তকারীদের অনুমান ছিল, সীমান্ত পেরিয়ে বা কখনও ভিন রাজ্যে তৈরি হওয়া জাল টাকা এই রাজ্যে ঢুকছে। সীমান্ত এলাকা দিয়ে কড়া নজরদারি রেখেছে বিভিন্ন থানার পুলিশ।

Huge amount of Bangladeshi money and fake Indian notes seized in Basirhat
বাংলাদেশি টাকা-সহ ধৃত বাংলাদেশি অনুপ্রবেশকারী।

গতকাল, রবিবার রাতে গোপন সূত্রে খবর আসে ভারতীয় জাল টাকা হস্তান্তর করা হচ্ছে। সেই মতো হাড়োয়া থানার পুলিশ অভিযান চালায়। নাসিরহাটির ঝাঁঝা এলাকায় সাইউদ্দিন মোল্লা নামে এক ব্যক্তিকে পাকড়াও করা হয়। জিজ্ঞাসাবাদের পরই বেরিয়ে পড়ে ২০ হাজার টাকার জাল নোট। এরপরই ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। ধৃতের বাড়ি মিনাখাঁ থানা এলাকায়। অন্যদিকে, ঘোজাডাঙা সীমান্ত পার হয়ে এক যুবক গতকাল রাতে অবৈধভাবে ভারতে প্রবেশ করছিল। বিএসএফ জওয়ানরা তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ চালায়। ওই যুবকের থেকে উদ্ধার হয় সাড়ে ছয় লক্ষ বাংলাদেশি টাকা। এরপরই টাকা-সহ ওই অনুপ্রবেশকারীকে বসিরহাট থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।

ধৃত দু’জনকে এদিন আদালতে তোলা হয়েছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য পেতে চাইছে পুলিশ। জাল টাকা কারা নিয়ে আসছে? বসিরহাটের সুন্দরবন লাগোয়া এলাকা কি তাহলে জাল নোট পাচারের রুট হয়ে গিয়েছে? জঙ্গি সংগঠন কি এই জাল নোট ঢোকাচ্ছে সীমান্ত এলাকা দিয়ে? সেই প্রশ্নও উঠেছে। অত পরিমাণ বাংলাদেশি টাকা নিয়ে কী করতে এদেশে ঢুকেছিল বাংলাদেশি যুবক? সেই প্রশ্নও উঠেছে। একের পর এক জাল নোট উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুলিশ-প্রশাসনও আরও নজরদারি বাড়াচ্ছে বলে খবর।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement