Advertisement
Advertisement
Khardah

খড়দহের আবাসনে ‘অস্ত্রভাণ্ডার’, উদ্ধার ১৫ টি আগ্নেয়াস্ত্র, হাজার রাউন্ড গুলি! নেপথ্যে কোন ষড়যন্ত্র?

প্রবল আতঙ্কে এলাকার বাসিন্দারা।

Huge number of arms recover from Khardah
Published by: Tiyasha Sarkar
  • Posted:August 4, 2025 2:44 pm
  • Updated:August 4, 2025 2:44 pm   

অর্ণব দাস, বারাকপুর: খড়দহের ঝা চকচকে আবাসনে অস্ত্রভাণ্ডার! গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ তল্লাশি চালাতেই উদ্ধার উদ্ধার ১৫ টি আগ্নেয়াস্ত্র, হাজার রাউন্ড গুলি! ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল এলাকায়। কী কারণে মজুত করা হয়েছিল বিপুল পরিমাণ অস্ত্র? নেপথ্যে বড়সড় ষড়যন্ত্রের ছক? উত্তর খুঁজছে পুলিশ। গোটা ঘটনায় প্রবল আতঙ্কে এলাকার বাসিন্দারা।

Advertisement

খড়দহের রিজেন্ট পার্ক এলাকায় রয়েছে বহুতল আবাসন প্রতিভা মঞ্জিল। সোমবার সকালে হঠাৎই ওই আবাসনে হানা দেয় বিশাল পুলিশ বাহিনী। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ডিটেকটিভ ডিপার্টমেন্টের তল্লাশিতে উদ্ধার হয় উদ্ধার ১৫ টি আগ্নেয়াস্ত্র, হাজার রাউন্ড গুলি। বিষয়টি জানাজানি হতেই প্রবল শোরগোল ছড়িয়ে পড়ে এলাকায়। এলাকার এক বাসিন্দার কথায়, “দীর্ঘদিন ধরে এই এলাকায় থাকি। এরকম কিছু যে হতে পারে, ভাবতে পারছি না। তদন্ত হওয়া দরকার। দোষীরা শাস্তি পাক।”

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ফ্ল্যাট থেকে আগ্নেয়াস্ত্র ছাড়াও কয়েক লক্ষ টাকার সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে। মিলেছে নগদও। আটক করা হয়েছে লিটন চক্রবর্তী নামে এক ব্যক্তিকে। তাঁকে জিজ্ঞাসাবাদ করলেই এই অস্ত্রভাণ্ডারের রহস্যভেদ হবে বলে আশাবাদী তদন্তকারীরা। কিন্তু খড়দহের রিজেন্ট পার্কের মতো জনবহুল এলাকায় কোন উদ্দেশ্যে এই বিপুল পরিমাণ অস্ত্র মজুত করা হয়েছিল, তা ভাবাচ্ছে পুলিশকে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ