Advertisement
Advertisement
Extra marrital affair

স্ত্রীর পরকীয়া সন্দেহে ‘খুন’ করে চম্পট, ৩ মাস পর উত্তরপ্রদেশ থেকে গ্রেপ্তার স্বামী

জেরায় ধৃত জানিয়েছে, প্রথমে শ্বাসরোধ করে এবং হাতের শিরা কেটে খুন করা হয়।

Husband arrested from Uttar Pradesh after three month of allegedly killing wife over suspicious on extra marrital affair

ফাইল ছবি

Published by: Sucheta Sengupta
  • Posted:October 11, 2025 7:06 pm
  • Updated:October 11, 2025 7:07 pm   

অর্ণব দাস, বারাকপুর: বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে স্ত্রীর, স্রেফ এই সন্দেহে ‘খুন’ করে ছেলেকে নিয়ে চম্পট দিয়েছিল স্বামী। পানিহাটি এলাকার এই ঘটনার তিনমাস পর অভিযুক্তকে উত্তরপ্রদেশের নয়ডা থেকে গ্রেপ্তার করল ঘোলা থানার পুলিশ। ধৃতের নাম সুকান্ত নাথ, বয়স ৪০ বছর। তাকে বারাকপুর আদালতে পেশ করা হলে বিচারক ১০দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। এরপর ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে একাধিক তথ্য হাতে পেয়েছেন বলে দাবি তদন্তকারীদের। যার ভিত্তিতে তাঁরা তদন্ত এগিয়ে নিয়ে যাবেন।

Advertisement

ঘটনা ঠিক কী? পানিহাটি পুরসভার ২৭ নম্বর ওয়ার্ডের আজাদ হিন্দ নগরের বাসিন্দা সুকান্ত নাথ ও তার পরিবার। স্ত্রী প্রিয়াঙ্কার সঙ্গে সুকান্তর দাম্পত্য অশান্তি দীর্ঘদিনের। ঝগড়ার সময় সুকান্ত স্ত্রীকে মারধর করত বলেও অভিযোগ। তাদের নিত্যদিনের এই অশান্তি মেটাতে দুই পরিবার একসঙ্গে বেশ কয়েকবার আলোচনাতেও বসে। মেয়ের খোঁজ নিতে প্রায় প্রত্যেক দিনই ফোন করতেন বছর ছাব্বিশের প্রিয়াঙ্কার পরিবারের কেউ না কেউ। গত ৫ জুলাই রাতেও ফোন করছিল পরিবার। কিন্তু প্রিয়াঙ্কার মোবাইল বন্ধ ছিল। মেয়ের সঙ্গে যোগাযোগ করতে না পেরে তাঁরা জামাই সুকান্তকে ফোন করেন। তাঁর ফোনও বন্ধ পাওয়ায় সন্দেহ হয় সকলের।

এরপর রাতেই সোজা প্রিয়াঙ্কার বাড়িতে হাজির হন পরিবারের সদস্যরা। কিন্তু দেখা যায়, বাইরে থেকে তালা বন্ধ। সঙ্গে সঙ্গে তাঁরা প্রতিবেশীদের ডেকে দরজার তালা ভাঙার ব্যবস্থা করেন। দেখা যায়, শোয়ার ঘরের মেঝেতে থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার হয় প্রিয়াঙ্কার মৃতদেহ। তারপর থেকে নিখোঁজ ছিল স্বামী সুকান্ত এবং ৮ বছরের ছেলে।

তিনমাস পর অবশেষে নয়ডা থেকে গ্রেপ্তার করা হয় সুকান্তকে। তাকে জেরা করে তদন্তকারীরা জানতে পেরেছেন, নয়ডার একটি হোটেলে কাজ করত সুকান্ত। পরকীয়ার সন্দেহে দীর্ঘদিনের অশান্তির জেরে সে স্ত্রীকে প্রথমে স্বাসরোধ করে খুন করে। তারপর মৃত্যু নিশ্চিত করতে হাতের শিরা কেটে দেয়। ধৃতের নাবালক ছেলেকে শিশু সুরক্ষা কমিটির হাতে তুলে দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ