Advertisement
Advertisement
Nadia

ঝগড়ার মাঝেই স্ত্রীকে গুলি করে খুন! পালিয়েও শেষরক্ষা হল না স্বামীর

পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Husband arrested in Nadia for murdering wife

গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্তকে। নিজস্ব চিত্র

Published by: Suhrid Das
  • Posted:July 22, 2025 3:52 pm
  • Updated:July 22, 2025 4:57 pm  

সঞ্জিত ঘোষ, নদিয়া: স্বামী বাড়ি ফিরতেই স্ত্রীর সঙ্গে শুরু হয়েছিল অশান্তি। সেই অশান্তি চলাকালীনই স্ত্রীকে লক্ষ্য করে গুলি চালিয়ে দেন ওই ব্যক্তি! কিছু সময়ের মধ্যেই মৃত্যু হয় ওই মহিলার। মৃতার নাম মইলা বিবি। সোমবার রাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদিয়ার নাকাশিপাড়ায়। পুলিশ অভিযুক্ত হায়দার শেখকে গ্রেপ্তার করেছে।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই দম্পতির বাড়ি নাকাশিপাড়ার কালিরবাঁশ এলাকায়। বেশ কয়েক বছর আগে হায়দারের সঙ্গে বিয়ে হয়েছিল মইলা বিবির। হায়দার আলি একাধিক অপরাধের সঙ্গে জড়িত বলে অভিযোগ। পুলিশের খাতায় তার নামও আছে বলে খবর। বিভিন্ন জায়গায় ওই ব্যক্তি গা ঢাকা দিয়েছিল বলে অভিযোগ। গতকাল সোমবার রাতে ওই ব্যক্তি বাড়িতে ফিরেছিলেন। রাতেই স্বামী-স্ত্রীর মধ্যে তুমুল অশান্তি শুরু হয়। অভিযোগ, ঝামেলা চলাকালীন ওই ব্যক্তি সঙ্গে থাকা বন্দুক থেকে গুলি চালিয়ে দেয়। ঘরের ভিতরেই লুটিয়ে পড়েছিলেন স্ত্রী। এদিকে ওই ঘটনার পরই পালিয়ে যায় অভিযুক্ত।

প্রতিবেশীরা ওই মহিলাকে উদ্ধার করে বেথুয়াডহরি হাসপাতালে নিয়ে যায়। ডাক্তাররা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। নাকাশিপাড়া থানার পুলিশ অকুস্থল ও হাসপাতালে যায়। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। রাতেই তল্লাশি চালিয়ে অভিযুক্ত হায়দারকে গ্রেপ্তার করে পুলিশ। এদিন ধৃতকে আদালতে তোলা হয়। নিতান্তই ঝগড়ার সময় গুলি করে খুন? নাকি খুনের পিছনে অন্য কোনও কারণ আছে? সেই বিষয়টি খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ঘটনায় প্রতিবেশীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement