Advertisement
Advertisement
Baruipur

জয়নগরে ভাড়াবাড়িতে বেআইনি অস্ত্র তৈরির কারখানা! পুলিশি অভিযানে উদ্ধার বিপুল গান পাউডার, সরঞ্জাম

গ্রেপ্তার করা হয়েছে দুই কুখ্যাত দুষ্কৃতীকে।

Illegal weapons manufacturing factory in Jaynagar! Huge amount of gun powder, equipment recovered in police raid

প্রতীকী ছবি।

Published by: Suhrid Das
  • Posted:September 9, 2025 7:22 pm
  • Updated:September 9, 2025 7:22 pm   

দেবব্রত মণ্ডল, বারুইপুর: লোকচক্ষুর আড়ালে চলছিল বেআইনি আগ্নেয়াস্ত্র তৈরির কারখানা! গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ হানা দেয়। গ্রেপ্তার করা হয়েছে দুই কুখ্যাত দুষ্কৃতীকে। উদ্ধার হয়েছে একাধিক সরঞ্জাম, বিপুল পরিমাণ গান পাউডার। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার জয়নগরে। ওই ঘটনার সঙ্গে আর কারা জড়িয়ে সেই বিষয়ে তদন্ত চালাচ্ছে পুলিশ।

Advertisement

দক্ষিণ ২৪ পরগনার জয়নগরের মজিলপুর পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের হাসানপুর এলাকার একটি বাড়িতে ওই অস্ত্র তৈরির কারখানা চলছিল বলে অভিযোগ। গোপন সূত্রে জয়নগর থানার পুলিশের কাছে খবর যায়। এরপরই সোমবার গভীর রাতে পুলিশ ওই বাড়িতে হানা দেয়। মহকুমা পুলিশ আধিকারিক অভিষেক রঞ্জনের নেতৃত্বে ১৫ জনের একটি দল অভিযানে নেমেছিল। ভিতরে ঢুকে দেখা যায় অস্ত্র তৈরির কাজ চলছে।

ওই বাড়ি থেকে উদ্ধার হয় একটি ওয়েলডিং মেশিন, প্রায় ২ কেজি গান পাউডার, একনলা বন্দুক তৈরির একাধিক যন্ত্রাংশ। ওই বাড়ি থেকেই গ্রেপ্তার করা হয় ফিরোজ গাজি ও ভবেন পাল নামে দুই কুখ্যাতকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ফিরোজ খুনের মামলায় অভিযুক্ত, এখন জামিনে মুক্ত। অন্যদিকে ভবেনও একাধিক দুষ্কর্মের সঙ্গে যুক্ত। জানা গিয়েছে, ওই বাড়িটি গত তিনমাস আগে ভাড়া নেওয়া হয়েছিল। গোপনে ওই বাড়িতে অস্ত্র তৈরির কাজ চলত। এখন অবধি কত আগ্নেয়াস্ত্র তৈরি হয়েছে ওই বাড়িতে? কোথায় পাচার হয়েছে সেসব? কোনও চক্র কি কাজ করছে? আর কারা জড়িত আছে এই ঘটনায়? সেসব প্রশ্নের উত্তর পেতে ধৃতদের জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন তদন্তকারীরা।

 

 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ